• সোনালি বিবির চিকিৎসায় সমস্ত রকম সহযোগিতার আশ্বাস অভিষেকের
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৫
  • বাংলাদেশ থেকে ফিরে আসা সোনালি বিবির সঙ্গে দেখা করবেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কথা ছিল, চলতি সপ্তাহেই এই সাক্ষাৎ হতে পারে। সূত্রের খবর, সোনালির শারীরিক অবস্থার কথা ভেবে, আপাতত তা পিছিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোনালির প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজ, তাই তাঁর স্বাস্থ্যের কথা চিন্তা করেই আপাতত এই সাক্ষাৎ হচ্ছে না। তবে সোনালির যা যা মেডিক্যাল সহযোগিতা দরকার, তা নিশ্চিত করার কথা বলেছেন অভিষেক। সোনালির সন্তানের জন্মের পরেই অভিষেক দেখা করতে যাবেন বলে খবর।

    বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সোনালি বিবি দিল্লিতে পরিচারিকার কাজ করতেন। বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি বলে আটক করেছিল দিল্লি পুলিশ। অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছিল BSF। বাংলাদেশের জেলে থাকতে হয়েছিল তাঁকে।

    এর পরেই মামলা মোকদ্দমা শুরু হয়। হাইকোর্ট তাঁকে দেশে ফেরানোর নির্দেশ দেয়। যদিও তার পরেও দীর্ঘ সময় বাংলাদেশের জেলে ছিলেন তিনি। অবশেষে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের চাপে কেন্দ্র বাধ্য হয় সোনালিকে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে। প্রায় ৬ মাসের লড়াই শেষে ৫ ডিসেম্বর ভারতে ফেরেন আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি।

    এই ভাবে অন্তঃসত্ত্বা একজন ভারতীয় নাগরিককে জোর করে অন্য দেশে ঠেলে পাঠানো, তাঁকে ভিনদেশি তকমা দেওয়া নিয়ে প্রথম থেকেই তীব্র নিন্দা করেছে তৃণমূল। বিভিন্ন মঞ্চ থেকে এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্টের নির্দেশের পরেও কী ভাবে এত দিন সোনালিকে বাংলাদেশে ফেলে রাখা হলো, তা নিয়েও সওয়াল করেছিলেন তিনি।

    রামপুরহাটের বাড়িতে ফেরার পরে সোনালি ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সোনালির সঙ্গেই দেখা করবেন অভিষেক। সোনালি বিবি বলেন, ‘তিনি এলে আমরা অত্যন্ত খুশি হব। তাঁরা আমাদের জন্য যা করেছেন, তা কখনওই ভোলার নয়।’

  • Link to this news (এই সময়)