• প্রয়াত 'স্ট্যাচু অফ ইউনিটি'র স্রষ্টা বিখ্যাত ভাস্কর রাম সুতার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • নয়ডা, ১৮ ডিসেম্বর: প্রয়াত হলেন বিখ্যাত ভাস্কর রাম সুতার। বুধবার রাতে নয়ডার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুত্র অনিল সুতার তাঁর প্রয়াণের খবর জানিয়ে প্রেস বিবৃতি দেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০। তাঁর ডিজাইনেই গুজরাতের নর্মদা তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের সবচেয়ে বড় মুর্তি  'স্ট্যাচু অফ ইউনিটি' তৈরি হয়। যার উচ্চতা ১৮২ মিটার। রাম সুতারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি বলেন, ' রাম সুতার জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন অসাধারণ ভাস্কর, তিনি ভারতকে স্ট্যাচু অফ ইউনিটি-সহ বেশ কিছু নিদর্শন দিয়েছেন। তাঁর কাজ সর্বদা ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং সম্মিলিত চেতনার শক্তিশালী অভিব্যক্তি হিসাবে প্রশংসিত হবে।'১৯৯৯ সালে ‘পদ্মশ্রী’ সম্মান পান তিনি। ২০১৬ সালে তাঁকে পদ্মভূষণও দেওয়া হয়।১৯২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ধুলে জেলার গন্দুরে জন্ম গ্রহন করেন। শৈশব থেকে মূর্তির ছবি আঁকার দিকেই তাঁর ঝোঁক ছিল। মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচারের গোল্ড মেডেলিস্ট তিনি। স্ট্যাচু অফ ইউনিটি ছাড়াও হরিয়ানার জ্যোতিসারে ৪০ ফুট উঁচু কৃষ্ণের বিশ্বরূপ মূর্তি, কলকাতা বিমানবন্দরে ১৮ ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, নয়াদিল্লির ১৫ জনপথে  আম্বেদকরের ব্রোঞ্জ মূর্তিও তাঁর হাতে তৈরি। এছাড়াও তাঁর হাতে গড়া অসংখ্য ভাস্কর্য রয়েছে। 
  • Link to this news (বর্তমান)