লড়াইটা অশুভ বনাম শুভ শক্তির, জনসভা থেকে ডিএমকের বিরুদ্ধে তোপ দেগে বললেন বিজয়
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
চেন্নাই, ১৮ ডিসেম্বর: সেপ্টেম্বরের ২৭ তারিখে কারুরে পদপিষ্টের ঘটনার পর বিশাল জনসভা বন্ধ রেখেছিলেন টিভিকে প্রধান তথা অভিনেতা বিজয়। কয়েকদিন আগে পুদুচেরীতে সীমিত সমর্থকদের নিয়ে জনসভা করেন তিনি। কিন্তু আজ, বৃহস্পতিবার ফের বৃহৎ আকারে জনসভা শুরু করেছেন তিনি। আগামী বছরেই তামিলনাড়ুতে নির্বাচন। তার আগে বিজয়ের এই সুবিশাল জনসভা কপালে ভাঁজ ফেলেছে শাসক দল ডিএমকের। এদিন তামিলনাড়ুর ইরোডে জনসভা ছিল টিভিকে প্রধানের। সেখানে মঞ্চে উঠে তিনি সরাসরি আক্রমণ করেন স্ট্যালিনের দল ডিএমকেকে।বিজয় বলেন, ‘আমি বলছি, ডিএমকে অশুভ শক্তি, টিভিকে শুভ শক্তি। তাই লড়াইটা অশুভ বনাম শুভ শক্তির। ডিএমকে হল আমাদের রাজনৈতিক শত্রু। ডিএমকে থাকলেই সমস্যা থেকে যাবে।’ নিট থেকে তামিলনাড়ুর আইনশৃঙ্খলা, সবটা নিয়ে ডিএমকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিজয়। তিনি আরও বলেন, ‘আমি সরকারি প্রকল্পের বিরুদ্ধে নই। কিন্তু সেগুলি আপনি বিনামূল্যের প্রকল্প বলতে পারবেন না। সঙ্গে সাধারণ মানুষকে অপমানও করবেন না। আমি তামিলনাড়ুর প্রত্যেক মানুষের সঙ্গে রয়েছি। তাদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। ২০২৬ সাল একদম আলাদা হবে। সাধারণ মানুষই সবাইকে সেটা বুঝিয়ে দেবে।’