গভীর রাতে কাঁকুড়গাছির অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটে কাঁকুড়গাছির ঘোষ বাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ২ টো নাগাদ কাঁকুড়গাছির একটি মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে আগুন ধরে যায়। এরপরই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। দূর থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়। সিলিন্ডার উড়ে গিয়ে রাস্তায় পড়ে।ওই গোডাউনের পাশেই রয়েছে অন্যান্য জিনিসের গোডাউন। সেখানেও জ্বলন্ত সিলিন্ডার গিয়ে পড়ে। নিমিষে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। আসে স্থানীয় পুলিশও । বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘর ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা। দীর্ঘক্ষণ ধরে ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বুধবার সন্ধ্যায় নিউটাউনের ঘুণি এলাকায় বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৩০০ টি ঝুপড়ি। আজ বৃহস্পতিবার সকালেও সেখানে ধীক ধীক করে আগুন জ্বলতে দেখা যায়। তবে হতাহতের কোনও খবর নেই। আগুনের খবর পেয়ে দু’দফায় দমদমের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।
Link to this news (বর্তমান)