• ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে, বাণিজ্য সম্মেলনে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ব্যবসায়ীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। সারাক্ষণ এজেন্সির ভয় দেখালে ব্যবসা করবে কী করে? তাঁদের স্বাধীনভাবে কাজ করতে দিন। আজ, বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলন থেকে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে শিল্পপতিদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,' আমরা সবসময় ব্যবসায়ীদের পাশে আছি।' সিপিএম-এর ৩৪ বছরের অন্ধকারের পর  কী ভাবে বাংলায় শিল্পের প্রসার ঘটেছে তারও খতিয়ান তুলে ধরেন তিনি। একইসঙ্গে এদিনশিল্পপতিদের রাজ্যে আরও বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আক্ষেপের সুরে মমতা বলেন, ' আমাদের নামে শুধু বদনাম করা হয়।বাংলার ভাবমূর্তি নষ্ট করতে ফেক ভিডিও বানানো হচ্ছ। কিন্তু বহু বঞ্চনার মধ্যেও আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি।এই তথ্য রাজ্য সরকারের নয়, নীতি আয়োগের রিপোর্টেই উল্লেখ করা রয়েছে।' মোদি সরকার দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে না পারলেও পশ্চিমবঙ্গে ২ কোটির ওপরে কর্মসংস্থান হয়েছে বলেও দাবি করেন।পাশাপাশি মনরেগা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন,' জাতির জনকের নাম ভুলে যাচ্ছে। আমরা রাজ্য সরকারের তরফে কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করেছিলাম। সেই প্রকল্পের নাম হবে মহাত্মাজি প্রকল্প। আপনারা যদি গান্ধীজিকে সম্মান দিতে না পারেন, তা হলে আমরা দেব। আমরা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানি নেতাজি, গান্ধীজি থেকে শুরু করে সকলকে।' মমতার কথায়, ' বাম আমলে বছরে কথায় কথায় বনধ হত। আমরা বনধ কালচার বনধ করেছি। আমরা আসার আগে ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছে। এখন একদিনও নষ্ট হয় না বনধ।'  
  • Link to this news (বর্তমান)