• হাজিরায় প্রক্সি! ‘অভিযুক্ত’ শত্রুঘ্নকে কড়া বার্তা অভিষেকের
    প্রতিদিন | ১৮ ডিসেম্বর ২০২৫
  • নন্দিতা রায়, নয়াদিল্লি: সাসপেন্ড হলে দল তার দায় নেবে না। দলের এক সাংসদের উদ্দেশে চরম বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের এক লোকসভার সাংসদ, সংসদে অধিকাংশ সময়েই অনুপস্থিত থাকেন। অথচ সংসদের খাতায় তাঁর হাজিরা প্রায় নিয়মিতই। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দপ্তর থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনটাই অভিযোগ এসেছে। আর তাতেই বুধবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে প্রবল উষ্মা প্রকাশ করেন অভিষেক।

    অভিষেক বলেন, “এটা স্কুল বা কলেজ নয় যে, প্রক্সি দেবেন। যে দিন ধরা পড়বেন, কেউ বাঁচাতে পারবে না। যে সাংসদ প্রক্সি দিচ্ছেন, আর যাঁর হয়ে দিচ্ছেন, সেই দু’জনই কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারেন। তার কোনও দায় দল নেবে না।” সূত্রের খবর, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সংসদে অনুপস্থিত থাকা সত্ত্বেও তাঁর হাজিরা পড়ছে এমনটাই অভিযোগ এসেছে ওম বিড়লার দপ্তর থেকে।

    তবে, শত্রুঘ্নর হয়ে তৃণমূলের কোনও সাংসদ নয়, অন্য রাজনৈতিক দলের বিহারের এক সাংসদ, যিনি তাঁরই দীর্ঘদিনের বন্ধু, তিনিই এই কাজ করেছেন বলেই সূত্র মারফত খবর। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে শত্রুঘ্নর নাম না করেই এই বিষয়টি উল্লেখ করে লোকসভার সাংসদদের উদ্দেশে বার্তা দিয়েছেন অভিষেক। বলেছেন, “অনেক সাংসদ সই করেন কিন্তু সংসদে থাকেন না।” বরং এসব না করে মন দিয়ে অধিবেশনে অংশগ্রহণ করার জন্য রীতিমতো কড়া সুরে নির্দেশও দিয়েছেন অভিষেক।
  • Link to this news (প্রতিদিন)