প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
প্রতিদিন | ১৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে মৃত্যু হয়েছে ভারতের বিখ্যাত ভাস্কর রাম সুতারের (Ram Sutar)। গুজরাটে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি (Statue Of Unity) ডিজাইন করেন রাম। বুধবার রাতে নয়ডায় নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর। তাঁর ছেলে এই খবর জানিয়েছেন।
জানা গিয়েছে, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর ছেলে অনিল সুতার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা শ্রী রাম ভানজি সুতার ১৭ ডিসেম্বর মধ্যরাতে আমাদের বাসভবনে মারা গিয়েছেন।”
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘শ্রী রাম সুতার জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন অসাধারণ ভাস্কর, যাঁর দক্ষতা ভারতকে স্ট্যাচু অফ ইউনিটি-সহ বেশ কিছু নিদর্শন দিয়েছে। তাঁর কাজ সর্বদা ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং সম্মিলিত চেতনার শক্তিশালী অভিব্যক্তি হিসাবে প্রশংসিত হবে।’ তিনি আরও লেখেন, ‘তাঁর পরিবার, ভক্ত এবং তাঁর অসাধারণ জীবন ও কর্ম দ্বারা প্রভাবিত সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
১৯২৫ সালের ১৯ ফেব্রুয়ারী বর্তমান মহারাষ্ট্রের ধুলে জেলার অন্তর্গত গন্ডুর গ্রামে এক সাধারণ পরিবারে জন্ম হয় তাঁর। জানা গিয়েছে শৈশব থেকেই ভাস্কর্যের প্রতি আকৃষ্ট ছিলেন রাম সুতার। মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট এবং আর্কিটেকচার থেকে পড়াশুনা করেন তিনি। সেখানে গোল্ড মেডেল পান রাম সুতার।
তিনি দেশে বিদেশে বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এরমধ্যে, অন্যতম গুরুত্বপূর্ণ হল ধ্যানমগ্ন ভঙ্গিতে উপবিষ্ট মহাত্মা গান্ধীর মূর্তি এবং সংসদ প্রাঙ্গণে ঘোড়ায় চড়ে থাকা ছত্রপতি শিবাজির প্রতীকী মূর্তিগুলি। এগুলি, তাঁর সেরা সৃষ্টিগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির নকশা তাঁরই তৈরি। এই মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত।
১৯৯৯ সালে পদ্মশ্রী সম্মান পান রাম সুতার। ২০১৬ সালে পদ্মভূষণে ভূষিত হন তিনি। সম্প্রতি, মহারাষ্ট্র সরকার রাম সুতারকে রাজ্যের সর্বোচ্চ পুরস্কার মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত করেছে।