• কর্মসূত্রে রাজ্যের বাইরে, জীবিত হয়েও খসড়া তালিকায় ‘মৃত’ চুঁচুড়ার যুবক! ক্ষুদ্ধ বৃদ্ধ বাবা-মা
    প্রতিদিন | ১৮ ডিসেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: জীবিত হয়েও খসড়া তালিকায় ‘মৃত’ চুঁচুড়ার যুবক। অবাক বৃদ্ধ বাবা-মা। এনুমারেশন ফর্ম ফিলআপের সময় বিএলওকে সমস্ত তথ্য দিয়েছিলেন তাঁরা। তারপরও মৃতের তালিকায় ছেলেকে ফেলে দেওয়ায় ক্ষুদ্ধ দম্পতি। কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকা যুবক গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন।

    যুবকের নাম দেবময় ভট্টাচার্য। চুঁচুড়ায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা। পরে চাকরিসূত্রে পড়শি রাজ্য জামশেদপুরে চলে যান। স্ত্রীকে নিয়ে সেখানেই থাকেন। চুঁচুড়ায় রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মা স্নেহময় ও শিখা ভট্টাচার্য। কর্মসূত্রে জামশেদপুরে থাকায় সেখানেই ভোটার তালিকায় নাম তুলেছেন। রাজ্যে এসআইআর (SIR in Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর বিএলও মলয় দত্ত তাঁর বাড়িতে গেলে, সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা। জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিএলওকে। দেবময় নিজে বিএলওর সঙ্গে কথাও বলেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, স্বাভাবিকভাবেই দেবময়ের নাম বাদ গিয়েছে। কিন্তু নামের পাশে লেখা মৃত। কিন্তু তা তো নয়। স্থানান্তরিত হওয়ার কথা ছিল।

    বৃদ্ধ দম্পতি জানান, এটা কী করে মেনে নিই বলুন তো। আমার ছেলে জীবিত তাঁকে মৃত বলে দেওয়া হচ্ছে। এটা একটা ভুল। এই ভুল যে করেছে তাঁকেই সংশোধন করতে হবে। আমরা এই বয়সে দৌড় ঝাঁপ করতে পারব না। দেবময় ফোনে বলেন,”এরা জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। কিছু বলার নেই। আমি আর আমার স্ত্রী জামশেদপুরে থাকি। তাই আবেদন করেছিলাম যাতে নলডাঙা থেকে নাম কেটে দেওয়া হয়। আমি নিজে বিএলও র সঙ্গে কথা বলেছি। তারপরও এই কাণ্ড। এটা মানসিক অত্যাচারের সমান।”
  • Link to this news (প্রতিদিন)