• ভোটকর্মী নয়, এ বার সরাসরি ভোটারকে শো-কজ় কমিশনের
    এই সময় | ১৮ ডিসেম্বর ২০২৫
  • রাজ্যে SIR-এর প্রক্রিয়া শুরুর পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে SIR-এর কাজে গাফিলতি থাকার অভিযোগে BLO থেকে AERO— শো-কজ় করা হয়েছে কমিশনের তরফে। তবে, এ বার এক অবাক কাণ্ড ঘটল। কোনও ভোটকর্মীকে নয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই সরাসরি এক ভোটারকে শো-কজ় করল নির্বাচন কমিশন। কিন্তু কেন?

    রাজ্যের CEO দপ্তর সূত্রে খবর, খসড়া ভোটার তালিকায় দু’জায়গায় ওই ভোটারের নাম বেরিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা ও উত্তর ২৪ পরগনার অশোকনগর— দু’জায়গাতেই এই ভোটারের এনিউমারেশন ফর্ম পৌঁছয়।

    কমিশন সূত্রে আরও খবর, এনিউমারেশন ফর্ম ফিলআপের ক্ষেত্রে এক জায়গায় নিজে সই করেছেন ওই ভোটার। অন্য জায়গায় তাঁর হয়ে অন্য কেউ এনিউমারেশন ফর্মে সই করেছেন।

    কমিশন মনে করছে, ঠিকানা পরিবর্তন করার জন্য এই ঘটনা ঘটে থাকতেই পারে। তবে, কমিশনের এও বক্তব্য, ভোটারকে শো-কজ়ের মধ্যে দিয়ে এটাও জানা যাবে যে, ভোটকর্মী অর্থাৎ BLO, AERO, ERO-র ভূমিকা কী ছিল এ ক্ষেত্রে। ফলে, ভোটারকে শো-কজ়ের মধ্যে দিয়ে বিষয়টির আরও গভীরে পৌঁছতে চাইছে রাজ্যের CEO দপ্তর।

  • Link to this news (এই সময়)