• পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চলছে জুয়ার আসর, শোরগোল এলাকায়
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৫
  • ঢিল ছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি। কুছ পরোয়া নেহি! প্রকাশ্যেই চলছে জুয়ার আসর, অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার এমনই এক অবৈধ জুয়ার আসরের ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে।

    স্থানীয় সূত্রের দাবি, দৌলতপুর পুলিশ ফাঁড়ি থেকে সামান্য দূরে মাঝেমধ্যেই প্রকাশ্যে বসে জমজমাট জুয়ার আসর। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, পাশের মালদা ও উত্তর দিনাজপুর থেকেও ছুটে আসে কুখ্যাত জুয়াড়িরা। নামী-দামি গাড়ি এসে দাঁড়ায় ঠেক-এর সামনে। কার্যত উৎসবের চেহারা নেয় এলাকা। দূর থেকে দেখলে মনে হয়, যেন হাওয়ায় উড়ছে টাকা— চলছে কোটি টাকার লেনদেন। পুলিশের নাকের ডগায় কী ভাবে এত বড় জুয়ার সাম্রাজ্য দিনের পর দিন চলতে পারে? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।

    ভাইরাল হওয়া ভিডিয়োতে ধরা পড়েছে জুয়ার আসর ও সেখানে জড়ো হওয়া কারবারিদের ছবি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল হইচই শুরু হয়। সাধারণ মানুষের একটাই প্রশ্ন— পুলিশের নজরদারি কোথায়?

    বিষয়টি নিয়ে গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘আপনাদের কাছে বিষয়টি জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)