• আদিবাসী মহিলাকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, বহরমপুরে গ্রেপ্তার দুই যুবক
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৫
  • আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ বহরমপুরে। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ । ধৃত রাজিবুল শেখ ওরফে রাজীব শেখ এবং ইমামুল শেখ। দু’জনের বাড়ি বহরমপুর থানার নিশ্চিন্তপুর গ্রামে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানা এলাকার আদিবাসী এক মহিলাকে অপহরণ করে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে বুধবার রাতে বহরমপুর থানায় একটি মামলা রুজু হয়।

    অভিযোগকারিণী লিখিত অভিযোগে জানিয়েছেন, খাগড়াঘাট এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে টানা তিন দিন ধৃত ওই দু’জন মিলে তাঁর উপরে পাশবিক অত্যাচার চালায়। শেষ পর্যন্ত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং বহরমপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

    বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় গণধর্ষণের মামলা দায়ের করে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ওই দুজনকে গ্রেপ্তার করে।’ আইসি জানান, ধৃত রাজিবুল শেখ খুনের মামলায় জড়িত। বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। আর ইমামুল শেখের বিরুদ্ধেও বহরমপুর থানায় বিভিন্ন মামলা রয়েছে।

  • Link to this news (এই সময়)