• জলের বোতল, খাবারের প্যাকেট থেকে ক্যানসার, মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট?
    প্রতিদিন | ১৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে প্লাস্টিকের ব্যবহার লাগামছাড়া। জলের বোতল থেকে খাবারের প্যাকেট, কোথাও মানা হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি। এর ফলে ক্যানসারের মতো মারণ রোগ হতে পারে। এই মর্মে একটি জনস্বার্থ হয়েছিল সুপ্রিম কোর্টে। সব ধরনের প্লাস্টিক প্যাকেজিংয়ে হু-র বিধি মানার আবেদন জানানো হয়ে পিআইএলে। যদিও সেই পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। উলটে বিচারপতিরা মন্তব্য করলেন, এ সবই হল ‘ধনীদের শহুরে আতঙ্ক’।

    প্যাকেট নমনীয় করার জন্য প্ল্য়াস্টিকে অ্যান্টিমোনি এবং ডিইএইচপি রাসায়নিক ব্যবহার করা হয়। জনস্বার্থ মামলা আবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মত হল এই রাসায়নিক (অ্যান্টিমোনি এবং ডিইএইচপি) থেকে ক্যানসার হতে পারে। অথচ বোতল বা প্যাকেটের উপকরণে তা সামান্য পরিমাণে রাখার বিষয়ে আপত্তি করেনি কেন্দ্রীয় সংস্থা এফএসএসএআই।

    জনস্বার্থ মামলাটি উঠেছিল বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। তিনি আবেদনকারীকে বাস্তব পরিস্থিতির সঙ্গে পরিচিত হতে বলেন। পরামর্শ দেন, আসল দেশটাকে জানুন। এ দেশে বহু জায়গায় মানুষ জল পান না। মনে করিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসার পর গান্ধী দেশের গরিব এলাকা ঘুরে দেখেন। সূর্য কান্তের বক্তব্য, আবেদনকারীরও সেই সব জায়গায় যাওয়া উচিত, দেশের যে সব প্রান্তে জলের অভাব রয়েছে। এর ফলে তারা পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন।
  • Link to this news (প্রতিদিন)