নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৯ ডিসেম্বর দু’দিনের সফরে বাংলায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। অর্থাৎ, চলতি বছরের শেষে আনুষ্ঠানিকভাবেই রাজ্যে বিধানসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি শুরু করছে বঙ্গ বিজেপি।যদিও দলীয় সূত্রে দাবি, দু’দিনের এই সফরে সম্ভবত বাংলায় কোনও প্রকাশ্য সমাবেশ করবেন না অমিত শাহ। তিনি শুধু সাংগঠনিক বৈঠকই করবেন। কাল, রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অবশ্য জনসভা করবেন। নরেন্দ্র মোদির সফর শেষের এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ অভিযানকে যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যদিও সব শেষে প্রশ্ন উঠছে, মোদি সরকারের ‘সেকেন্ড ইন কম্যান্ডে’র বঙ্গ সফরের আগে কি বহু প্রতীক্ষিত দলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করতে পারবে বঙ্গ বিজেপি? তা নিয়ে অবশ্য মুখে কুলুপ দলীয় নেতৃত্বের।