গলায় ঝুলছে চীনা জিপিএস ট্র্যাকার, নৌঘাঁটির কাছে ধরা পড়ল গাংচিল
বর্তমান | ১৯ ডিসেম্বর ২০২৫
বেঙ্গালুরু: গাংচিলের গলায় লাগানো চীনা জিপিএস ট্র্যাকিং ডিভাইস। কর্ণাটকের উত্তর কানাড়া জেলার কারওয়াল উপকূল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার খুব কাছেই রয়েছে নৌঘাঁটি। ফলে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও প্রাথমিক তদন্তে এটিকে গুপ্তচরবৃত্তির ঘটনা বলে মনে করা হচ্ছে না। বরং ওই ডিভাইসটি বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল বলেই ধারণা তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার স্থানীয় বাসিন্দারা থিম্মাক্কা গার্ডেন এলাকার পিছনে সমুদ্রতটের কাছে একটি গাংচিলকে দেখেন। পাখিটির গলায় একটি যন্ত্র লাগানো ছিল। সন্দেহ হওয়ায় তড়িঘড়ি বনদপ্তরকে খবর দেওয়া হয়। আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে পাখিটিকে উদ্ধার করেন। দেখা যায়, জিপিএস ট্র্যাকারটিতে চীনের ‘চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসে’র ‘রিসার্চ সেন্টার ফর ইকো এনভায়োরনমেন্টাল সায়েন্সেসে’র নাম ও লোগো রয়েছে। এর থেকে অনুমান, শিক্ষামূলক ও পরিবেশ গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল যন্ত্রটি। গাংচিলের চলাচল, খাদ্যাভ্যাস ও পরিযানের পথ নিয়ে গবেষণার জন্যই হয়তো ট্র্যাকারটি লাগানো হয়েছিল। আপাতত গুপ্তচরবৃত্তির কোনও প্রমাণ পাওয়া যায়নি।’ উপকূলীয় এলাকা গুরুত্বপূর্ণ হওয়ায় সতর্ক নিরাপত্তা বাহিনী।