গত ৫ বছরে দেশজুড়ে মিড ডে মিল বন্ধ হয়েছে ৮৪ হাজারের বেশি স্কুলে
বর্তমান | ১৯ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: দেশজুড়ে সরকারি ও সরকার পোষিত স্কুল বন্ধের যেন হিড়িক পড়েছে! সরকারি তথ্যই বলছে, গত পাঁচ বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে স্কুলছুট পড়ুয়ার সংখ্যাও। তারই মধ্যেই এবার স্কুলশিক্ষা ক্ষেত্রে আরও এক হতাশাজনক চিত্র সামনে এল। বিগত পাঁচ বছরে কেন্দ্রের পিএম পোষণ (পূর্বতন মিড ডে মিল) প্রকল্পের আওতার বাইরে চলে গিয়েছে ৮৪ হাজারের বেশি স্কুল। অর্থাৎ, এই স্কুলগুলিতে আর রান্না করা খাবার পাচ্ছে না পড়ুয়ারা। সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে তিন ডাবল ইঞ্জিন রাজ্য— উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও অসম। বুধবার সংসদে এই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কিন্তু কেন এই কেন্দ্রীয় প্রকল্পের আওতার বাইরে চলে গেল হাজার হাজার স্কুল? এবিষয়ে সুস্পষ্ট কারণের উল্লেখ না করে দায় রাজ্যগুলির উপরই চাপিয়ে দিয়েছে মোদি সরকার। শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী সংসদে বলেছেন, শিশুদের জন্য রান্না করা গরম ও পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা ও পরিকাঠামোর সামগ্রিক দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের উপর বর্তায়।
পড়ুয়াদের স্কুলছুট হওয়া ও শিশুদের অপুষ্টি ঠেকাতে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল পূর্বতন কংগ্রেস সরকারের আমলে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে সেই প্রকল্পেরই নাম বদলে হয়েছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ (পিএম পোষণ) প্রকল্প। কিন্তু এই কেন্দ্রীয় প্রকল্পের হাল ঠিক কেমন? সরকারের কাছে এবিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। চলতি শীতকালীন অধিবেশনে এবিষয়ে রাজ্যসভায় তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, ২০২০-২১ সালে প্রকল্পের অধীনে ছিল ১১ লক্ষ ১৯ হাজার স্কুল। ২০২৪-২৫ সালে সেটাই কমে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩৫ হাজার স্কুল। বিগত পাঁচ বছরে পিএম পোষণ প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে গিয়েছে মোট ৮৪ হাজার ৪৫৩টি (৭.৫ শতাংশ) স্কুলে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, এই পাঁচ বছরের নিরিখে ২০২০-২১ থেকে ২০২১-২২ সালের মধ্যে মাত্র এক বছরে সর্বাধিক ৩৫ হাজার ৫৭৪টি স্কুলে বন্ধ হয়েছে পিএম পোষণ। এরপর ২০২২-২৩ সালে কমেছে ৭ হাজার ৬০৪টি (০.৭ শতাংশ), ২০২৩-২৪ সালে ৯ হাজার ৫০৯টি (০.৮৮ শতাংশ) ও ২০২৪-২৫ সালে ৩১ হাজার ৭৬৬টি (২.৯৮ শতাংশ) স্কুলে পড়ুয়াদের জন্য রান্না করা খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।
সংসদে পেশ হওয়া কেন্দ্রের তথ্য বলছে, রাজ্যের নিরিখে সবচেয়ে বেশি স্কুলে পিএম পোষণ বন্ধ হয়েছে উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে এরকম স্কুলের সংখ্যা ২৫ হাজার ৩৬১। এর ঠিক পরেই রয়েছে বিজেপি শাসিত আরও এক রাজ্য মধ্যপ্রদেশ। সেখানে প্রকল্প বন্ধ হওয়া স্কুলের সংখ্যা ২৪ হাজার ৭০৪। তালিকায় তিন নম্বরে রয়েছে ডাবল ইঞ্জিন অসম। স্কুলের সংখ্যা ৯ হাজার ৩২১। দেশজুড়ে পাঁচ বছরে পিএম পোষণ বন্ধ হওয়া ৮৪ হাজার ৪৫৩টি স্কুলের মধ্যে শুধুমাত্র এই তিন ডাবল ইঞ্জিন রাজ্য মিলিয়ে সংখ্যাটা প্রায় ৫৯ হাজার ৪০০। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ২ হাজার ১৫৬।