ভারতে এইচ-১বি ভিসার ইন্টারভিউ দেওয়ার দিন পিছিয়ে গেল অক্টোবরে!
বর্তমান | ১৯ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: ২০২৬ সালের অক্টোবরের আগে ভারতে এইচ-১বি ও এইচ-৪ ইন্টারভিউ হবে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ফলে বড়সড় বিপদের মুখে পড়তে চলেছেন বহু ভারতীয়। বিশেষ করে যাঁরা মার্কিন মুলুকে কাজের স্বপ্ন দেখছেন। ভিসার পূনর্নবীকরণের ক্ষেত্রেও একই সমস্যা হবে। এই অবস্থায় আমেরিকায় কর্মক্ষেত্রে ফিরে যাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কয়েকদিন আগেই তারিখ পিছিয়ে আগামী ফেব্রুয়ারি, মার্চ করা হয়েছিল।বলা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় আবেদনকারীর কার্জকর্ম খতিয়ে দেখতে সময় লাগবে। তাই ইন্টারভিউ পিছিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতীয়দের আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাতে অবশ্য ডোনাল্ড ট্রাম্প সরকারের কোনও হেলদোল নেই। এবার ইন্টারভিউয়ের তারিখ আরও পিছিয়ে দিল ওয়াশিংটন। বিভিন্ন রিপোর্টে একথা জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, বহু অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারির মাঝামাঝি হওয়ার কথা ছিল। সেগুলি অক্টোবরের আগে হবেই না। এবিষয়ে হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট জেনারেলের এক মুখপাত্র বলেন, ‘সুবিধার কথা মাথায় রেখে প্রায়শই অ্যাপয়েন্টমেন্টের তারিখ বদল করে মার্কিন বিদেশ দপ্তর। ভিসা আবেদনকারীদের সরাসরি দিনক্ষণ বদলের বিষয়টি জানানো হবে।’ অ্যাসোসিয়েট অ্যাটর্নি সংগীতা মুগুন্থন বলেন, ‘এই মুহূর্তে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে নিয়োগকর্তাকে বাড়ি থেকে কাজের আবেদন জানানো যেতে পারে। নাহলে কাজ ছাড়তে হবে।’