নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টেশনে মেট্রোর আসার সময় হয়ে গিয়েছে। মিস হয়ে গেলে ১৫ মিনিট দেরি হয়ে যাবে। এই আশঙ্কায় তড়িঘড়ি চলন্ত বাস থেকে নামতে গিয়েছিলেন এক যুবক। তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে পাদানি থেকে পা পিছলে যায় তাঁর। রাস্তায় পড়ে যান। বাসের পিছনের চাকা তাঁর দেহের উপর দিয়ে চলে যায়। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম করণ সিং (১৮)। হাওড়ার সালকিয়ার ধর্মতলা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে মহাকরণ মেট্রো স্টেশনের ‘সি’ গেটে। ঘটনাস্থলে যায় হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের পুলিশ। করণের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, করণ সিং চলতি বছর কলেজে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার কলেজ যাননি। কলকাতায় কাজে গিয়েছিলেন। ২৪ এ বাসে মহাকরণের সামনে নেমে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরে হাওড়া ময়দানে নামার পরিকল্পনা ছিল তাঁর। হাওড়া ময়দানগামী ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচি জানতেন। তাই ট্রেন প্রায় এসে গিয়েছে, এই আশঙ্কায় বাস থেকে দ্রুত নামার চেষ্টা করেন। বাসের কন্ডাক্টর পুলিশকে জানিয়েছেন, বাস বিবাদী বাগ মোড়ের দিকে কিছুটা এগিয়ে গিয়েছিল। তখন পিছন দিকে মুখ করে চলন্ত বাস থেকে নামতে যান ওই যুবক। তাঁকে নিষেধ করা হয়। তবে ততক্ষণে নেমে পড়েন। সজোরে আছড়ে পড়েন রাস্তায়। তারপর বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান। বাস আটক করেছে পুলিশ। আটক চালক।