• গঙ্গাসাগরে রাস্তা ও জেটিঘাট সহ গোটা পরিকাঠামোর সংস্কার শুরু
    বর্তমান | ১৯ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে। সড়কপথে মেলায় যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ। বাবুঘাট থেকে কাকদ্বীপ লট এইট এবং সাগরের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত যে যে জায়গায় রাস্তার বেহাল দশা সে জায়গাগুলি মেরামত হবে। 

    ইতিমধ্যেই কিছু জায়গায় কাজ শুরু করেছে পিডব্লুডি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ কিলোমিটার রাস্তা চিহ্নিত হয়েছে। এছাড়াও সাগরতটের কাছে কিছু ছোট রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই কাজের দায়িত্বে আছে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ। পাশাপাশি লট এইট, বেণুবন ও কচুবেড়িয়ায় বিভিন্ন জেটিঘাট রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। তৈরি হচ্ছে কিছু অস্থায়ী জেটি যেগুলি মেলার সময় ব্যবহার হবে। এদিকে কপিলমুনি মন্দিরের অদূরে নতুন একটি বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। ভিড় সামাল দিতেই তা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, নবান্নের নির্দেশ অনুযায়ী এই মাসেই যাবতীয় প্রস্তুতির কাজ শেষ করতে হবে। সেই মত সব বিভাগকে উদ্যোগ নিতে বলা হয়েছে। সাগর মেলার যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের অবস্থা। তাই এ সংক্রান্ত প্রস্তুতি আগাম শুরু করেছে পূর্তদপ্তর। ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকেও ১১৭ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ মেরামতের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় সেই কাজ জোরকদমে চলছে। প্রশাসনিক আধিকারিকরা, বিধায়ক ও মন্ত্রীরা দফায় দফায় মেলা গ্রাউন্ড পরিদর্শনে আসছেন। কাজে যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)