• জয়পুরে গাড়ি উল্টে ৫ স্কুল ও কলেজ ছাত্রী সহ আহত ৭
    বর্তমান | ১৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: গত মাসে উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছিল পুলকার। সেই দুর্ঘটনায় তিন ক্ষুদে পড়ুয়ার মৃত্যু হয়েছিল, প্রশ্ন উঠেছিল পুলকারের বাড়বাড়ন্ত নিয়ে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ম্যাজিক ভ্যান উল্টে আহত হল সাতজন। আহতদের মধ্যে পাঁচজন স্কুল ও কলেজের ছাত্রী এবং একজন প্রসূতি মহিলা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, জয়পুর থানার কুলিয়া থেকে জয়পুর পুরনো হাসপাতালে যাওয়ার রাস্তার তেলিবেড়িয়ায়। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ম্যাজিক ভ্যানটি যাত্রী নিয়ে জয়পুর থেকে কুলিয়ার দিকে যাচ্ছিল। অভিযোগ, তখন একটি ডাম্পারকে পাশ দিতে গিযে সেটি রাস্তার পাশে জমিতে উল্টে যায়। গাড়িতে থাকা যাত্রীরা অল্পবিস্তর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে যান। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

    জানা গিয়েছে, আহতদের মধ্যে কযেকজন জয়পুর ফকির দাস ইনস্টিটিউশনের ছাত্রী ছিলেন। স্কুল ছুটির পর তাঁরা ম্যাজিক গাড়িটিতে চেপে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোজ যেসব গাড়িতে করে যাত্রী বহন করা হয়, তার অধিকাংশের অবস্থা বেহাল। এমনকী গাড়িগুলির কোনও বৈধ কাগজপত্র আছে কি না, সেটাও জানা নেই। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, এইসব বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে। চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)