৫ লক্ষ টাকার সুপারি সহ গাড়ি উপহার, জেলে বসেই খুনের ছক শাহজাহানের!
বর্তমান | ১৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও কলকাতা: সন্দেশখালিতে ট্রাক ধাক্কা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। জেল থেকে বসেই এলাকার ‘স্বঘোষিত বাদশা’ শেখ শাহজাহান ভোলানাথ ঘোষ নামে এক সাক্ষীকে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করেছিল। এই বিষয়ে ঘাতক ট্রাকের মালিক নজরুল মোল্লার ফোনের কল রেকর্ড এখন পুলিশের হাতে।তা থেকেই তদন্তকারীরা কার্যত নিশ্চিত, এটা ভয়ঙ্কর পরিকল্পনার ফসল! এক্ষেত্রে অধরা অভিযুক্ত আলিম মোল্লাকে সুপারি কিলার হিসাবে ব্যবহার করা হয়েছিল। তাকে দেওয়া হয় ৫ লক্ষ টাকা। পাশাপাশি নজরুল মোল্লাকে নতুন একটি ট্রাক ‘উপহার’ দেওয়ার আশ্বাসও দিয়েছিল শাহজাহান। কেন না, দুর্ঘটনা হলে পুলিশ ঘাতক ট্রাক আটক করবে। ঝঞ্ঝাটে গাড়ি ছাড়ানো মুশকিল হবে। কল রেকর্ডিং থেকে এমনই তথ্য পুলিশ পেয়েছে বলেই বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। গত বুধবার সিবিআইয়ের সোর্স হিসাবে কাজ করা ভোলানাথ ঘোষকে খুনের পরিকল্পনায় ‘মূল সংস্রব’ হিসেবে নজরুলের যোগ পাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গত বুধবার ভোলানাথ ঘোষ গাড়িতে চেপে পুরনো একটি মামলায় বসিরহাট আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন। সেই সময় বয়ারমারি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে। মৃত্যু হয় গাড়ির চালক শাহিনুর মোল্লা ও ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, শাহজাহান জেল থেকেই নজরুলকে এই খুনের ‘বরাত’ দেয়। শাহজাহান প্রথমে ফোনে নজরুলকে বলে তার ট্রাককে ‘ঘাতক’ হিসেবে ব্যবহার করা হবে। এর জন্য তাকে কিছু টাকা দেওয়া হবে। পাশাপাশি ধাক্কা মারার পর ট্রাক ফিরে পেতে সমস্যা হবে। তাই নতুন ট্রাক কিনে দেবে। চালক হিসাবে আলিম মোল্লাকে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ আলিমকে ফোনে জানায় শাহজাহান নিজেই। ৫ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়। রাজি হয়ে যায় আলিম। সূত্রের দাবি, শাহজাহান ফোনে বলেছিল, টার্গেট ডেটের দু’তিন আগে সুপারির টাকা মিলবে। সেই মতো শাহজাহানের এক পরিজনের কাছে গিয়ে ৫ লক্ষ টাকা নিয়েও আসে আলিম। ‘দাদা’র নির্দেশ পালন করে আলিম। দুর্ঘটনার পরেই এলাকা থেকে গা ঢাকা দিয়েছে সে। অনুমান, চোরাপথে সে বাংলাদেশে চলে যেতে পারে। কারণ শাহজাহানের অনেক ডেরা রয়েছে বাংলাদেশে। তবে, এই ফোনের কল রেকর্ডে যে জেলবন্দি শাহজাহানের কন্ঠ রয়েছে, তা নিশ্চিত করতে ফরেন্সিকের সাহায্য নেওয়া হচ্ছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, এই ‘খুনের’ ঘটনার সঙ্গে ধৃতদের যোগসূত্র মিলেছে।