নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতির জনককে সম্মান জানাতে নিজেদের কর্মশ্রী প্রকল্প গান্ধীজির নামে রাখবে রাজ্য সরকার। বৃহস্পতিবারের শিল্পসভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে তাঁর বক্তব্য, ‘জাতির জনককে নিয়ে যা হয়েছে, তা লজ্জার। আমি কাউকে দোষ দিতে চাই না। কারণ, আমিও এই দেশের নাগরিক।’ কেন্দ্রের নাম না করে মুখ্যমন্ত্রীর তোপ, ‘আমরা ভিখারি নই। সম্মান চাই। তোমরা যদি মহাত্মাকে সম্মান দিতে না পারো, আমরা দেব। এখানে কর্মশ্রী প্রকল্পে ৭০ থেকে ১০০ দিন কাজ দেব আমরা। সেটি মহাত্মার নামে হবে।’