রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির জন্য ভোটারদের নোটিস পাঠানো শুরু করার কথা ছিল বৃহস্পতিবার থেকে। তবে সেটা হয়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার থেকেই ভোটারদের নোটিস পাঠানো শুরু হয়ে যেতে পারে। সেই দিকে নজর থাকবে।
শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে শুক্রবার। শেষ দিনে সংসদের দুই কক্ষেই বিরোধীরা কী অবস্থান নেবে? নজর থাকবে সেই খবরে।
বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চ-র মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার রাস্তায় ভিড় জমতে শুরু করে। শনিবার সে দেশে রাষ্ট্রীয় শোক পালন করার কথা ঘোষণা করা হয়েছে। নজর থাকবে বাংলাদেশের খবরে।
কুখ্যাত এপস্টিন ফাইলের বিভিন্ন তথ্য, ছবি প্রকাশ্যে আসতে চলেছে। আমেরিকার ইতিহাসে সবথেকে বড় যৌন কেলেঙ্কারির নানা তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। নজর থাকবে সেই খাবে।
টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জয় পেলে সিরিজ় জিতবে ভারত। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজ়ে সমতা ফেরাবে তারা। এই মুহূর্তে সিরিজ়ে ২-১ ফলে এগিয়ে ভারত। তাই শুক্রবার হাড্ডাহাড্ডি ম্যাচের আশায় ক্রিকেটপ্রেমীরা। আমেদাবাদে আয়োজিত হবে এই ম্যাচ। ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে শুরু খেলা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। নজর থাকবে বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেদের দিকে। উপভোগ্য ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ম্যাচ। দুবাইতে ICC অ্যাকাডেমি গ্রাউন্ডে আয়োজিত হবে এই ম্যাচ।