ওসমান হাদির মৃত্যুর পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। রাতেই ঢাকার প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার অফিসে ভাঙচুর করে উত্তেজিত জনতা। তার পরে আগুন ধরিয়ে দেয়। সারারাত ধরে চলে আগুন নেভানোর কাজ। শুক্রবার সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে।
‘জি রাম জি’ বিল পাস হওয়ার পর থেকেই উত্তপ্ত সংসদ। বৃহস্পতিবার মধ্যরাতে মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। তার পরেই পুরনো সংসদ ভবনের সিঁড়িতে ধর্নায় বসে পড়েন তৃণমূলের সাংসদরা। ধর্না এখনও চলছে। মনরেগা প্রকল্পকে ধ্বংস এবং মহাত্মা গান্ধীর অপমানের প্রতিবাদেই এই ধর্না বলে জানা গিয়েছে।
রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোরে বুন্দির সিলোর সেতুর উপরে একটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই ট্রেলার। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
সামনেই বড়দিন। তার আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ল বাংলায়। শুক্রবার ভোরে কুয়াশার চাদরে ঢেকেছিল রাজ্যের একাধিক জেলা। বেলা গড়াতেই জাঁকিয়ে শীতে জুবুথুবু অবস্থা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।