• টাকা না-নিলেও গ্রাহকদের ঘাড়ে ঋণের বোঝা! বেসরকারি ব্যাঙ্কে নথি জালিয়াতি
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: নথি জাল করে বেসরকারি ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয়েছে। এর জেরে টাকা না-নিয়েও ঋণের বোঝা চেপেছে অনেকের ঘাড়ে বলে অভিযোগ। এই ঘটনায় ওই বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার একাধিক মাইক্রোফিন্যান্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়ার একদল বাসিন্দা এনজেপি থানার পুলিশের দ্বারস্থ হন। নুরবানু খাতুন নামে এক বাসিন্দা বলেন, 'শক্তিগড়ে একটি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখা থেকে আমাকে লোন পরিশোধ করতে বলা হয়। অথচ আমি কোনও লোন নিইনি।'

    তাঁর দেওর ইজাজুল হক বলেন, 'এমন ফোন আসার পরেই আমরা খোঁজখবর নিতে শুরু করি। জানতে পারি বৌদির নথি ব্যবহার করে অন্য কেউ ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়েছে। এটা এক জালিয়াতি চক্র। ব্যাঙ্কের লোকজন জড়িত না-থাকলে এই ধরনের অপরাধ সম্ভব নয়।' এই ঘটনায় অভিযুক্ত ব্যাঙ্কের কোনও কর্তা মুখ খোলেননি। শক্তিগড় শাখার ম্যানেজারকে পাওয়া যায়নি। যদিও এ দিন গ্রাহকরা থানায় যাওয়ায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের কয়েকজন আধিকারিকও থানায় চলে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, 'কয়েক মাস থেকেই এই ধরনের সমস্যা চলছে।

    গত সাত দিনের মধ্যে অন্তত চার-পাঁচ জায়গায় ব্যাঙ্ককর্মীদের স্থানীয়রা আটক করে রেখেছিলেন। ওই গ্রাহকদের বলা হয়েছে ই-মেলের মাধ্যমে ব্যাঙ্কে সমস্যার বিষয়টি জানাতে। কিন্তু তাঁরা সেটা করছেন না। এই সমস্যা শুধু আমাদের শাখায় হয়নি, অনেক জায়গাতেই এই ধরনের সমস্যা হয়েছে।' বাড়িভাসার অমর বর্মন বলেন, 'আমার নামেও। নাকি একটি মাইক্রোফিনান্স কোম্পানিতে ৮০ হাজার টাকার লোন রয়েছে। অথচ আমি এ সবের কিছুই জানি না।' এ দিন অভিযোগকারীদের সঙ্গে শক্তিগড়ের সিপিএম নেতা কাজল মিত্র, ডিওয়াইএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক সাগর শর্মা থানায় এসেছিলেন।

    সাগর বলেন, 'আমরা জানতে পারছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ব্যাঙ্ক ও মাইক্রোফিন্যান্সের নাম করে প্রতারণা করা হচ্ছে। প্রশাসন তদন্ত করে দোষীদের খুঁজে বের করুক।' এনজেপি থানার এক আধিকারিক বলেন, 'ঘটনাটি সমন্ধে প্রাথমিক খোঁজখবর নিতে শুরু করেছি। যদি এটাতে ফৌজদারি অপরাধের বিষয় থাকে তাহলে সেইমতো মামলা রুজু করা হবে। আর যদি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় উঠে আসে তবে মামলাটি উপযুক্ত জায়গায় পাঠানো হবে।'

  • Link to this news (এই সময়)