• মাথায় টুপি, গায়ে সোয়েটার, সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা, ভোরে দিলেন ভিডিয়ো বার্তাও
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৫
  • জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দিল্লিতে। রীতিমতো জুবুথুবু অবস্থা। তার মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে সারারাত ধর্না দিলেন তৃণমূল সাংসদরা। শুক্রবার সকালেও ধর্না চলছে। মহাত্মা গান্ধী এবং বাঙালিকে অপমানের প্রতিবাদে আগামী ১২ ঘণ্টা ধর্না দেবেন তাঁরা।

    ধর্নাস্থলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর ছবি। তার সামনে বসে আছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, দোলা সেন, সাকেত গোখলেরা। প্রবল ঠান্ডার মধ্যে কেউ কেউ শাল জড়িয়ে বসে রয়েছেন। আবার কারও মাথায় টুপি, পরনে সোয়েটার।

    ভোর পাঁচটায় ধর্নাস্থল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তাতে তিনি বলেন, ‘সাংসদের সিঁড়িতে আমাদের ধর্না কর্মসূচি চলছে। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান আমরা মেনে নেব না।’ ভিডিয়োর শেষে জোর দিয়ে সাগরিকা বলেন, ‘মহাত্মা গান্ধী অমর রহে।’

    মোদী সরকার আইন পাস করাতে বুলডোজ়ার কৌশল ব্যাবহার করছে বলেও অভিযোগ করেন সাগরিকা। তাঁর কথায়, ‘বিরোধীদের সঙ্গে কোনও পরামর্শ করা হচ্ছে না। বৈঠকে ডাকা হচ্ছে না। শুধু একের পর এক বিল বুলডোজ়ার কায়দার ঠেলে পাস করিয়ে দেওয়া হচ্ছে।’ তাঁর স্পষ্ট কথা, ‘মোদী সরকার দ্বিতীয়বার মহাত্মা গান্ধীকে হত্যা করল।’

    বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাস হয় ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ ‘জি রাম জি’ বিল। তখন থেকেই ক্ষোভ জমছিল। সেটাই প্রকাশ পায় রাজ্যসভায়।

    রাজ্যসভায় বিল পেশ হতেই প্রকল্পের নাম বদলের প্রতিবাদে হট্টগোল শুরু করেন বিরোধীরা। তার মধ্যেই গভীর রাতে ধ্বনি ভোটে বিল পাস হয়ে যায় রাজ্যসভাতেও। এর পরেই পুরনো সংসদ ভবনের সিঁড়িতে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, ‘জি রাম জি’ বিল পাস করিয়ে মনরেগা প্রকল্পকে কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। একই সঙ্গে মহাত্মা গান্ধী এবং বাঙালিকে অপমানও করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

    উল্লেখ্য, ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পকে নতুন মোড়কে হাজির করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেটাই ‘জি রাম জি’ বিল। তবে মনরেগার সঙ্গে এই বিলের খুব একটা পার্থক্য নেই। এতে ১০০ দিনের কাজের বদলে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। অর্থাৎ ২৫ দিন বাড়তি মজুরি পাবেন শ্রমিকরা। একই সঙ্গে ১৫ দিনের বদলে সপ্তাহান্তে মজুরি দেওয়ার নিয়মও রয়েছে বিলে।

    কিন্তু বিরোধীদের আপত্তি দু’টি জায়গায়। মনরেগা প্রকল্পের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিত। কিন্তু ‘জি রাম জি’ বিলে ৬০:৪০ অনুপাতে প্রকল্পের টাকা দেবে কেন্দ্রীয় সরকার। ফলে রাজ্য সরকারগুলির ঘাড়ে বাড়তি বোঝা চাপবে। এর সঙ্গে রয়েছে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার অভিযোগ।

  • Link to this news (এই সময়)