• অশান্ত বাংলাদেশ, সীমান্তে নজরদারি বাড়াল বিএসএফ
    আজকাল | ১৯ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গতবছর আগষ্ট মাসে ক্ষমতার পরিবর্তনের পর পেরিয়ে গিয়েছে প্রায় ১ বছর। বার বার উত্তেজনা, সাধারনের মৃত্যু, হিংসা পিছু ছাড়েনি বাংলাদেশের। তারই মাঝে ভারতের বিরুদ্ধে বার বার তির্যক মন্তব্য শোনা গিয়েছে সে দেশের প্রাক্তন সেনাকর্মী থেকে শুরু করে ছাত্র নেতাদের মুখেও।

    কিন্তু আবারও অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। জানা গিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী নানারকম কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়েছে গণ মাধ্যমে। আর শুধু এখানেই শেষ নয়। বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পেলেন না সাংবাদিকরাও।  বাংলাদেশের জনপ্রিয় দুই সংবাদপত্র 'প্রথম আলো এবং দ্য ডেলি স্টার'-এর অফিসে ভাঙচুর করার সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    সব মিলিয়ে অগ্নিগর্ভ অবস্থা প্রতিবেশী রাষ্ট্রের। আর এই পরিস্থিতিতে সীমান্তে কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। বাড়ানো হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত  জুড়ে নিরাপত্তা। এবিষয়ে বিএসএফ-এর উত্তরবঙ্গ আইজি মুকেশ ত্যাগী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তে ইতিমধ্যেই নজরদারি আরো জোরালো করা হয়েছে। 'বর্ডার ফেন্সিং'-এর জন্য জোর কদমে চলছে কাঁটাতারহীন সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ। যে কোন রকম অনুপ্রবেশ রুখতে তৎপর রয়েছে বিএসএফ। একই সঙ্গে সীমান্তে টহলরত জওয়ানদের প্রতিবেশী রাষ্ট্রের তরফে কোন রকম প্ররোচনায় পা না দেবার সতর্কবার্তা দেওয়া হয়েছে আধিকারিকদের তরফে। আকাশ পথেও নজরদারি চলছে সমানভাবে।

    বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘোষণা হবার পর থেকেই, নির্বাচনের আগে পরিস্থিতি অস্থির করতে চাইছে সে দেশের অসাধু রাজনৈতিক নেতারা। সেই জন্যই ভারত বিরোধী জিগির জাগিয়ে তুলতে তৎপরতা বেড়েছে তাদের। অনেকেই মনে করছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগেই নির্বাচনকে পন্ড করে ক্ষমতায় থেকে যেতে চান এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.মহম্মদ ইউনূস।

    উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর পর, বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান, মহম্মদ ইউনূস। হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেন। ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার জাতীয় উদ্দেশে ভাষণ দিয়ে ইউনূস জানান, 'দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।'
  • Link to this news (আজকাল)