মাথাভাঙায় রাজ্য সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, জখম ২
আজ তক | ১৯ ডিসেম্বর ২০২৫
শুক্রবার সকালে কোচবিহারের মাথাভাঙ্গায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মাথাভাঙ্গা-১ ব্লকের অশোকবাড়ি এলাকায় মাথাভাঙ্গা-ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। মৃতদের নাম এখনও জানা না গেলেও, তাঁরা কোচবিহার-২ ব্লকের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে অসম থেকে ইট বোঝাই একটি ট্রাক মাথাভাঙ্গা হয়ে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসছিল আর একটি ট্রাক। অশোকবাড়ি বাসস্টপেজের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মাথাভাঙ্গার দিক থেকে আসা ট্রাকের চালক-সহ দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অন্য ট্রাকের দু’জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে একজন এখনও সেখানে চিকিৎসাধীন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। ট্রাকের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনায় দু’টি ট্রাকেরই সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় চালকরা নিয়ন্ত্রণ হারান, যার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু’টি থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে।