নিজস্ব প্রতিনিধি,কলকাতা: পৌষ মাস পড়লেও ঠান্ডার চেনা ছবি যেন কলকাতা থেকে হারিয়ে গেছে। সকালের দিকে বেশ গরম, রাতে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। কিন্তু কনকনে শীতের দেখা আপাতত মিলছে না। বড়দিনের আগে পর্যন্ত কার্যত এমন আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ, শুক্রবার শহরের তাপমাত্রা ১৬ .৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ .৫ ডিগ্রি বেশি।এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ থেকে ১৬ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,কলকাতার ঠান্ডার পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর। সেখানে পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে। একটি ঝঞ্ঝা আছড়ে পড়েছে। অন্য একটি ধেয়ে আসছে। এর ফলে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। এই হাওয়া কলকাতাকে শীতল করে। শীতের আমেজ ছড়ায়। সে দুর্বল হতে শুরু করার ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। দিনের বেলায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। হালকা রোদ দেখা যাবে।কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।