• অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল কেন? সিঙ্গল বেঞ্চের র‍ায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা
    প্রতিদিন | ১৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা। চলতি মাসের শুরুতেই ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। এমনকী ওই পদে কোনও নিয়োগ করা যাবে না বলেও নির্দেশে জানান বিচারপতি বসু। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের একাধিক চাকরিপ্রার্থীর। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।

    উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ১৬০০ শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে কর্মশিক্ষায় ৭৫০ টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হয় রাজ্যের তরফে। আর তা  চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। দীর্ঘ সময় ধরে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে রাজ্যের তৈরি উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বসু। শুধু তাই নয়, ওই পদে কোনও নিয়োগ করা যাবে না বলেও নির্দেশ আদালতের।

    সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্যানেলে থাকা বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। এখন দেখার মামলার গতিপ্রকৃতি নতুন করে কোন দিকে মোড় নেয়।
  • Link to this news (প্রতিদিন)