‘বাংলা বাঁচাও যাত্রা’র প্রভাব ভোটবাক্সে পড়বে তো? প্রশ্ন সিপিএমের অন্দরেই
প্রতিদিন | ২০ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের বাংলা বাঁচাও যাত্রার প্রভাব কি ভোটবাক্সে পড়বে? এমনই সংশয় ও প্রশ্ন উঠে এল বৃহস্পতিবার আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে।
পার্টির বাংলা বাঁচাও যাত্রা ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছিল কোচবিহার থেকে। সব জায়গা না ছুঁলেও ১১টি জেলাজুড়ে টানা এই পদযাত্রা চলেছে। বুধবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে সমাপ্তি সমাবেশে ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সমাপ্তি সমাবেশের আগে নিউটাউনে জ্যোতি বসু রিসার্চ সেন্টারে পদযাত্রায় যোগদানকারীদের সংবর্ধনাও জানান সিপিএম নেতা বিমান বসু। আর এদিন সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের আলোচনায় মূলত উঠে আসে এই বাংলা বাঁচাও যাত্রার প্রভাব কতটা পড়ল জনমানসে সেই প্রসঙ্গ।
উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় যাত্রা-র ভালো সাড়া পড়েছে বলে সেখানকার জেলা নেতারা এদিন রাজ্য কমিটির বৈঠকে জানান। তবে বাকি ৬টি জেলায় আশানুরূপ সাড়া মেলেনি বলেই মনে করা হচ্ছে। নেতৃত্ব মনে করছে, এই বাংলা বাঁচাও যাত্রার সুফল ভোটে নিয়ে যেতে হবে। মহম্মদ সেলিম আগেই বলেছেন, যাত্রার সমাপ্তি। কিন্তু লড়াইয়ের শেষ নয়। আমজনতার কাছে পৌঁছতে এবার দশদিনে দশ হাজার বুথকে টার্গেট করতে চাইছে সিপিএম।