• নতুন বছরের শুরুতেই একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেলওয়ে
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • নতুন বছর শুরুর মুখেই যাত্রীদের জন্য দুঃসংবাদ। নতুন বছরের শুরুতে একাধিক ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। ‘অপারেশনাল সীমাবদ্ধতা’-র কারণে এই মেমু ট্রেনগুল বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। আগামী ২ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই MEMU ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে।

    ওই ট্রেনগুলি বাতিল থাকার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর, বেলদা ছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বাসিন্দাদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

    কোন কোন ট্রেন বাতিল

    দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি থেকে বাতিল করা হচ্ছে--

    ৬৮০৪৭ খড়গপুর-বেলদা মেমু প্যাসেঞ্জার

    ৬৮০৮৭/৬৮০৮৮ বিষ্ণুপুর-ধানবাদ মেমু

    ৬৮০৯৫ বাঁকুড়া ময়নাপুর মেমু

    ৬৮৯০৩/ ৬৮০৯৪ খড়্গপুর ঝাড়গ্রাম মেমু

    ৬৮০২৩/ ৬৮০২৪ ঝাড়গ্রাম -পুরুলিয়া মেমু

    ৬৮০২৫ চক্রধরপুর রৌরকেল্লা মেমু

    ৬৮০২৯ রৌরকেল্লা ঝাড়সুগুদা মেমু

    ৬৮০৩১/ ৬৮০৩২ ঝাড়সুগুদা সম্বলপুর মেমু

    এরই সঙ্গে ৩ জানুয়ারি থেকে বাতিল থাকবে--

    ৬৮০৪৮ বেলদা খড়পুর মেমু

    ৬৮০৩৩/ ৬৮০৩৪ ঝাড়সুগুদা সম্বলপুর মেমু

    ৬৮০৩০ ঝাড়সুগুদা রৌরকেল্লা মেমু

    ৬৮০২৬ রৌরকেল্লা চক্রধরপুর মেমু



    প্রসঙ্গত, আগেই চলতি বছরে খড়্গপুর-আদ্রা সেকশনে একাধিক ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছিল।

  • Link to this news (এই সময়)