• স্বস্তিতে মহুয়া, লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টে
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত ১২ নভেম্বর এই মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপাল। শুক্রবার লোকপালের সেই নির্দেশ খারিজ করল দিল্লি হাইকোর্ট। এর জেরে এখনই আর কোনও চার্জশিট পেশ করতে পারবে না সিবিআই। এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শংকরের বেঞ্চ জানিয়েছে, আপাতত লোকপালের নির্দেশ খারিজ করা হয়েছে। একমাসের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়ার জন্য লোকপালকে অনুরোধ করা হয়েছে। শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় নির্দিষ্ট কয়েকটি সংস্থার বিরুদ্ধে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। এমনই অভিযোগে দেশজুড়ে সাড়া পড়ে যায়। তদন্তের মুখে পড়ে মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদও খারিজ করা হয়েছিল। এনিয়ে লোকপালের কাছে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। সমস্ত বিষয় খতিয়ে দেখে পরের দিকে লোকপালের তরফে জানানো হয়, মহুয়ার বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকপালের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। উচ্চ আদালতেই শেষমেশ স্বস্তি পেলেন।
  • Link to this news (বর্তমান)