এসআইআর: তামিলনাড়ুতে ৯৭ লক্ষ, গুজরাতে ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ
বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) শেষের পর তামিলনাড়ুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে রয়েছে চমক। শুক্রবার কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকা থেকে রাজ্যজুড়ে ৯৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআরের আগে তামিলনাড়ুতে মোট ভোটার সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ। এখন তা কমে হয়েছে ৫ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে প্রায় ২৭ লক্ষ ভোটার ‘মৃত’। ৬৬ লক্ষ ভোটার রাজ্য ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। আর প্রায় ৩ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম ছিল একাধিক জায়গায়। গুজরাতেও প্রকাশ হয়েছে খসড়া ভোটার তালিকা। এসআইআরে মোদির রাজ্যে প্রায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।
তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের সংখ্যা চোখে পড়ার মতো। তার মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী চেন্নাই। এসআইআরের খসড়া তালিকা অনুযায়ী, চেন্নাইয়ে ১৪ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। ফলে চেন্নাইয়ের ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪ হাজার থেকে কমে হয়েছে ২৫ লক্ষ ৭৯ হাজার। বাদ যাওয়া নামের মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার ভোটার ‘মৃত’, ২৭ হাজার ৩২৩ জন ভোটারকে তাঁদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, ১২ লক্ষ ২২ হাজার ভোটার নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন এবং ১৮ হাজার ৭৭২ ভোটারের নাম দু’বার রয়েছে তালিকায়। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে কোয়েম্বাটোরের তালিকা থেকেও। সেখানে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৬ লক্ষ ৫০ হাজার ভোটারের নাম। দিন্দিগুলে জেলায় ২ লক্ষ ৩৪ হাজার ও কাঞ্চিপুরমে ২ লক্ষ ৭৪ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। অভিনেতা তথা টিভিকে সুপ্রিমো বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছিল কারুর জেলা। সেখানেও প্রায় ৮০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। এই খসড়া তালিকা প্রকাশিত হতেই তামিলনাড়ুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডিএমকে-কংগ্রেস জোটের দাবি, দক্ষিণের এই রাজ্যে কখনই বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি। এসআইরে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে পায়ের নীচে মাটি শক্ত করতে চাইছে এআইএডিএমকে-বিজেপি জোট। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ নিয়ে সরব হয়েছে বিজয়ের দল টিভিকেও। ডিএমকের সুরে সুর মিলিয়ে প্রতিবাদের বার্তা দিয়েছে তারা। প্রত্যাশিতভাবে এসআইআরকে স্বাগত জানিয়েছে রাজ্যে বিজেপির জোটসঙ্গী এআইএডিএমকে। এদিকে কমিশন জানিয়েছে, নাম বাদ নিয়ে কারও কোনও দাবি বা আপত্তি থাকলে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত তা শোনা হবে।
তামিলনাড়ুর পাশাপাশি এদিন গুজরাতের খসড়া ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। সেখানে ৭৩ লক্ষ ৭৩ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। ফলে গুজরাতের মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ থেকে কমে ৪ কোটি ৩৪ লক্ষ হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, সেরাজ্যে ৮৫.৫ শতাংশ ভোটার ইনিউমারেশন ফর্ম জমা দিয়েছিলেন। সেই তালিকায় দেখা যাচ্ছে, ৫১ লক্ষ ৮৬ হাজার ভোটারকে স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৮ লক্ষ ৭ হাজার ভোটার মৃত এবং ৩ লক্ষ ৮১ হাজার ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত থাকার কারণে বাদ দেওয়া হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে কোনও রাজনৈতিক দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।