• রাত জেগে সংসদে মোদি বিরোধী ধরনা তৃণমূলের, পাশে অন্য বিরোধী দলগুলিও
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: রামের প্রতি যদি এতই ভক্তি, তাহলে বিল পাশ হওয়ার সময় কেন সংসদে অনপুস্থিত নরেন্দ্র মোদি? শুক্রবার এমনই প্রশ্নের খোঁচায় প্রধানমন্ত্রীকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাল তৃণমূল। কৃষি বিলের পর জি রাম জি। ২০২১-র পর ফের ২০২৫। সংসদ ভবন প্রাঙ্গনে সারারাত জেগে প্রতিবাদে সোচ্চার হল তৃণমূল। জানিয়ে দিল, কৃষি আইনের মতোই এই কালা কানুনও মোদি সরকারকে প্রত্যাহার করতে হবে। সামনেই পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ুতে ভোট। তিন রাজ্যের একটিতেও বিজেপি জিতে দেখাক। চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর প্রশ্ন, মনরেগাকে বাতিল করে রামের নামে আনা হল বিল। প্রধানমন্ত্রী কেন সংসদে ছিলেন না? প্রতিবাদে শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষদিনে সভা বয়কট করল তৃণমূল। 

    বিরোধীদের দাবি অগ্রাহ্য করে বিল পাশের প্রতিবাদে বৃহস্পতিবার রাতভর চলল তৃণমূলের ধরনা। শুক্রবার দুপুর ১২টায় শেষ হল। প্রথমবার সাংসদ হয়ে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পুরনো সংসদ ভবনে প্রবেশের যে সিঁড়িতে নরেন্দ্র মোদি নতমস্তকে প্রণাম করেছিলেন, সেই সিঁড়িই সারারাতের প্রতিবাদস্থল হিসেবে বেছে নিয়েছিল তৃণমূল। পাশে দাঁড়াল ডিএমকে, কংগ্রেস, শিবসেনা, আম আদমি পাটি, সমাজবাদী পার্টির মতো বিজেপি বিরোধীরা। রাত জাগা তৃণমূল সাংসদদের জন্য ডিএমকের  তিরুচি শিবা পাঠালেন ইডলি। কংগ্রেসের শক্তিসিং গোহিল পাও ভাজি। শুক্রবার দুপুরে ধরনা শেষে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। খোঁজ নিলেন কারও শরীর খারাপ হয়নি তো? দিল্লির প্রবল ঠান্ডার মোকাবিলায় প্রয়োজনে অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট খাওয়ারও পরামর্শ দিলেন নেত্রী। 

    গান্ধীজি, রবীন্দ্রনাথের ছবি, ফেস্টুন সামনে রেখে ১০০ দিনের কাজের আইন বাতিলের প্রতিবাদে তৃণমূল তুলল মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান। সুস্মিতা দেব বললেন, গান্ধী হাম শরমিন্দা হ্যায়/তুমহারে কাতিল জিন্দা হ্যায়। গলা মেলালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিতালি বাগ, বাপি হালদার, দোলা সেন, জুন মালিয়া, অসিত মাল, খলিলুর রহমানরা। সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন প্রতিবাদে শামিল হয়ে হাতে তুলে নিলেন নারেগার প্লাকার্ড। তৃণমূল সাংসদদের সঙ্গে গাইলেন ধন্য ধান্য পুষ্পে ভরা। গাওয়া হল, বাংলার মাটি বাংলার জল, আমি বাংলায় গান গাই, বন্দেমাতরম। ধর্নায় এলেন শিবসেনা (উদ্ধবপন্থী)র সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, কংগ্রেসের জয়রাম রমেশ, মুকুল ওয়াসনিক, রাজা ওয়ারিং ব্রার, আম আদমি পার্টির সঞ্জয় সিং। জয়া বচ্চন বললেন, বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী। বিজেপি যত মণীষীদের অপমান করবে, ততই বাঙালির প্রতিবাদ প্রবল হবে। সামনেই তো ভোট, উচিত জবাব দেবে বাংলা। ফের জিতবে মমতাই।
  • Link to this news (বর্তমান)