• সংসদের শীতকালীন অধিবেশন সমাপ্ত, আগামী ১ ফেব্রুয়ারিই সাধারণ বাজেট পেশ হবে, ঘোষণা মন্ত্রীর
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবিবার হলেও আগামী ১ ফেব্রুয়ারিই আগামী অর্থবর্ষের বাজেট (২০২৬-২৭) পেশ হবে সংসদে। শুক্রবার এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বাজেটের দিন নির্দিষ্টই। তা সে রবিবার হোক বা অন্যদিন। 

    শুক্রবার শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধীদের দাবি মতো দিল্লির পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু তা হল না। মহাত্মা গান্ধীর নামাঙ্কিত নারেগা (আইন) বাতিল করায় এদিনও জারি রইল বিরোধীদের প্রতিবাদ। লোকসভায় স্লোগান উঠল, মহাত্মা গান্ধী জিন্দাবাদ। তাই বেলা ১১ টায় সভা বসলেও বন্দেমাতরম বাদ্যে অনির্দিষ্টকালের জন্য লোকসভা মুলতুবি করে দিলেন স্পিকার ওম বিড়লা। মুলতুবির সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। ১৫ দিনের অধিবেশনে মাত্র দুদিন লোকসভায় এসেছিলেন মোদি। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল শীতকালীন অধিবেশন।

    রিজিজু এদিন বলেন, বিরোধীদর হল্লার জন্য অনেক সময় নষ্ট হয়েছে। অথচ যেকোনও বিলের আলোচনায় ওরা যা সময় চেয়েছিল, তার চেয়ে অনেক বেশিই দেওয়া হয়েছিল। কিন্তু তাও হাঙ্গামা করেছে। লোকসভার সচিবের টেবিলে উঠে বিক্ষোভে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে সভার অন্দরে ই-সিগারেট খাওয়ার বিষয়টিতেও ক্যামেরা সহ ফরেনসিক পরীক্ষা হচ্ছে। লোকসভার স্পিকার অফিস জানিয়েছে, এবার বিরোধীদের হল্লা, মুলতুবির মতো কারণে ১৮ ঘণ্টা ৫৯ মিনিট সময় নষ্ট হয়েছে। ১৫ দিনের অধিবেশনে লোকসভা বসেছিল ৯২ ঘণ্টা ২৫ মিনিট। সরকার 

    ১০টি বিল পেশ করে তার মধ্যে আটটি পাশ হয়েছে। 
  • Link to this news (বর্তমান)