• চার বছর পর মিটল জলের সমস্যা, চুল কেটে প্রতিজ্ঞা পূরণ মহারাষ্টের বিধায়কের
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • মুম্বই: বাজনা আর আতশবাজি। এলাকাজুড়ে উৎসবের মেজাজ। এমন সময় গাড়ি থেকে নামলেন তিনি। কেউ হাত মেলাচ্ছেন। কেউ প্রণাম করছেন। কেউ আবার আবেগে জড়িয়ে ধরছেন। নেতা-কর্মী-সমর্থকদের ভিড় ঠেলে এগিয়ে চলেছেন তিনি। কাগজপত্র ভালো করে দেখে নিয়ে প্রথমে সই করলেন। তারপর আর্থ মুভারে চালকের আসনে গিয়ে বসলেন বিধায়ক রাম কদম। শুরু হল মাটি খোঁড়ার কাজ। হাততালি-স্লোগানে ফেটে পড়ছে চারদিক। হবে নাই বা কেন, চার বছর পর এলাকায় জলের সমস্যা মিটল। তবে নজর কেড়েছে আর একটি দৃশ্য। একদিকে মাটি খোঁড়ার কাজ চলছে। আর তার ঠিক পাশেই চেয়ারে বসে প্রতিজ্ঞা পূরণে ব্যস্ত বিজেপি বিধায়ক। চার বছর পর চুল কাটলেন তিনি। বিধায়ক পণ করেছিলেন, জল না আসা পর্যন্ত চুল কাটবেন না। বৃহস্পতিবার সেই প্রতিজ্ঞা পূরণ হল। মহারাষ্ট্রের পশ্চিম ঘাটকোপার বিধানসভা এলাকার ঘটনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। এদিন বিজেপি বিধায়ক জানান এলাকায় জলের ঘাটতি পূরণ হচ্ছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। মোট ২ কোটি লিটারের জলের ট্যাঙ্ক নির্মাণ করা হবে। এর পাশাপাশি ভান্ডুপ থেকে একটি জলের পাইপলাইনও তৈরি করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)