• পুর চেয়ারম্যান অশোককে সরাতে অনাস্থা প্রস্তাব এনেও চুপ ‘বিদ্রোহীরা’
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটেও তৃণমূল কংগ্রেসে ফাটল স্পষ্ট! শুক্রবার সন্ধ্যায় বালুরঘাটের থানা মোড়ে এসআইআরের বিরুদ্ধে পথসভায় যখন জ্বালাময়ী বক্তব্য রাখছেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ঠিক তখনই তাঁর বিরুদ্ধে পথসভা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে বালুরঘাট সদর মহকুমাশাসকের কাছে জমা পড়ল অনাস্থা প্রস্তাব। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই ১৪ জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন বলে সূত্রের খবর। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলেও বিষয়টি জানেন না রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের ‘অভিভাবক’ বিপ্লব মিত্র। খবর নেই জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের কাছেও। 

    রাজ্যজুড়ে বেশকিছু পুরসভায় পালাবদলে বালুরঘাট পুরসভা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। কিন্তু এনিয়ে রাজ্যের নির্দেশ না এলেও অবশেষে দলেরই কাউন্সিলারদের একাংশ বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তলে তলে জোট বেঁধেছেন। তবে প্রকাশ্যে কোনও কাউন্সিলারই মুখ খুলতে চাননি। অনাস্থা চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন সদর মহকুমা শাসক সুব্রতকুমার বর্মন। তাঁর কথায়, অনাস্থা আনার বিষয়টি নিয়ে একটি চিঠি পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    কাউন্সিলারদের অভিযোগ, অশোক মিত্র চারবছর পুরসভাতে চেয়ারম্যান  থাকলেও শহরের উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

    অনাস্থার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান অশোক। বলেছেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। জেলা সভাপতি সুভাষও বলেছেন, ‘আমাকে এনিয়ে কেউ কিছু জানাননি’। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। মন্ত্রী বিপ্লব বলেছেন, ‘এবিষয়ে কিছু জানি না’। বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি তৃণমূলের দখলে। বাকি দুটিতে বামেরা। 

    পুরসভায় কোনও আসন না পেলেও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের শহরে বিজেপির ব্যাপক প্রভাব রয়েছে। গত লোকসভা নির্বাচনে বালুরঘাট শহরের ২৫টি ওয়ার্ডেই বিজেপি লিড পেয়েছে। সূত্রের খবর, তৃণমূলের একাংশ বালুরঘাট পুরসভায় বদল চাইছিল। অনেক কাউন্সিলার এনিয়ে রাজ্যে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। লোকসভা নির্বাচনে বালুরঘাট শহরে তৃণমূলের ব্যাপক ভরাডুবির কারণ দেখিয়ে আগেই শহরের টাউন সভাপতিকে বদল করা হয়েছে। অবশেষে জেলা নেতৃত্বকে অন্ধকারে রেখেই রাজ্যের সবুজ সংকেতের পর এই এই অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলাররা। 

    দলীয় সূত্রে খবর, এই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের ১৪ জন কাউন্সিলার সই করেছেন। তার মধ্যে তিনজন এমসিআইসি রয়েছেন। তবে বামেদের দুই কাউন্সিলার সই করেননি। 

    দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলে গোষ্ঠী কোন্দল দীর্ঘদিন ধরেই চলছে। বিপ্লব মিত্রের গোষ্ঠীর সঙ্গে প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী সহ আরও অনেক গোষ্ঠীর সঙ্গে সংঘাত দীর্ঘদিনের। পুর নির্বাচনের পর বিপ্লব গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে ৫ নম্বর ওয়ার্ডের অশোক মিত্রকে চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছিল।  চেয়ারম্যান অশোকের সঙ্গে বিরোধী গোষ্ঠীর কাউন্সিলারদের এতদিন মনোমালিন্য থাকলেও প্রকাশ্যে আসেনি। এবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা  করলেন দলের কাউন্সিলারদের একাংশ।  অশোক মিত্র।-ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)