কাঁকসায় বাতিস্তম্ভ বসানো নিয়ে দুই তৃণমূল নেতার কাজিয়া প্রকাশ্যে
বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, মানকর: কাঁকসার মলানদিঘি পঞ্চায়েত এলাকায় বাতিস্তম্ভ বসানোকে কেন্দ্র করে দুই নেতার কোন্দল প্রকাশ্যে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের সঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের বিরোধ সামনে এসেছে। এই ঘটনায় অস্বস্তিতে ঘাসফুল শিবির। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুললেও তা অস্বীকার করেছেন তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি নবকুমার সামন্ত।
জানা গিয়েছে, মলানদিঘি পঞ্চায়েতের আড়া এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে একটি হাই মাস্ট লাইট বসানোকে কেন্দ্র করে দুই নেতার মনোমালিন্যের সূত্রপাত। দুই নেতারই দাবি, ফোনে গালাগালি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিশ্বরূপবাবু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগও জানিয়েছেন। সমীরবাবু বলেন, রাতের দিকে উপপ্রধান ফোন করে আমাকে বলে, আপনি এখানে হাইমাস্ট লাইটের ব্যবস্থা করছেন? আমি হ্যাঁ বলি। তারপর উনি আমাকে বলেন, কার কথায় এটা করছেন? আমি তার উত্তরে বলি প্রাক্তন উপপ্রধান ও এলাকার কিছু মানুষ আমাকে আবেদন করেছেন। এলাকা অন্ধকার হয়ে থাকে। তারপরই কথা কাটাকাটি হয়। বিজেপির সঙ্গে গোপন আঁতাত রেখে কাজ করার অভিযোগ অস্বীকার করে সমীরবাবু জানান, তিনি দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। উপপ্রধানকে বলি, এটা নিয়ে তুমি আমাকে তলব করছ? এরপর উপপ্রধান আমাকে মা বোন তুলে গালাগাল করে। আমি প্রতিবাদ করি। তিনি বলেন, ওই এলাকায় উপপ্রধানের বেআইনি কাজকর্মের কথা আমরা উচ্চ নেতৃত্বকে জানাব।
যদিও অভিযোগ অস্বীকার করে বিশ্বরূপবাবু বলেন, আমি সাধারণ ভাবে ওঁর কাছে জানতে চেয়েছিলাম, আপনি লাইট বসাচ্ছেন আমাকে একবার জানালেন না? এই প্রশ্ন করতেই উনি উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করতে থাকেন। আমি লিখিত ভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছি। তিনি জানান, সমীরবাবু যাঁদের সঙ্গে বাতিস্তম্ভ বসানোর কাজ নিয়ে আলোচনা করেছেন সবাই বিজেপির সক্রিয় সদস্য। সেই কথা বলায় উনি আমাকে ফোনে গালিগালাজ করেন। তারপর আমাকে বলা হয়, আমার ক্ষমতা আছে আমি করব। তুমি যা পারো করো। দুই নেতার বিবাদে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনা থেকে বোঝা যায় প্রতিটা স্তরে কীভাবে কাটমানি ও ভাগ বাঁটোয়ারার লড়াই গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত হয়েছে। যেখানে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মাধ্যমে মানুষ উন্নয়নের ছোঁয়া পাবে সেখানে লাইট বসানো নিয়ে গন্ডগোল হচ্ছে। কাঁকসার মলানদিঘি।-নিজস্ব চিত্র