• নবদ্বীপ হাসপাতালের ড্রেন ঠিকমতো পরিষ্কার হচ্ছে না
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নতুন ভবনের সামনের নর্দমাগুলি পরিষ্কার হচ্ছে না। নর্দমায় জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে। ওই নিকাশি নর্দমাগুলি ঢাকাও হয়নি। অভিযোগ, হাসপাতালে আসা লোকজন নর্দমার মধ্যেই চায়ের কাপ, খাবারের প্লাস্টিকের প্যাকেট ফেলছে। ফলে ড্রেনগুলি বুজে যাচ্ছে। ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকে প্রতীক্ষালয়ের পাশে খাবারের প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক ক্যারিব্যাগ ফেলছে। এর ফলে ঝাঁ চকচকে এই হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। রোগী পরিবারের দাবি, অবিলম্বে সকলকে হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মাইকিং করে প্রচার চালানো হোক।

    নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় বলেন, হাসপাতালের বাইরের অংশ দেখভাল করে পুরসভা। আমাদের হাসপাতাল চত্বর যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোথাও জঞ্জালের স্তূপ পড়ে থাকা, জল জমে রয়েছে কেউ দেখাতে পারবে না। গত বর্ষাতেও ড্রেনগুলিতে কোনও সমস্যা হয়নি। ড্রেন পরিষ্কারের বিষয়টি দেখে পিডব্লুডি। তবে নতুন বিল্ডিং-এর সামনে থাকা ড্রেন ঢাকা দিলে ভালো হয়। তবে নতুন প্রতীক্ষালয়ে ডাস্টবিন থাকা সত্ত্বেও তার পেছনে কিছু মানুষ নোংরা ফেলছেন। সেটাও আমরা দু’সপ্তাহ অন্তর পরিষ্কার করাই। অন্যান্য হাসপাতালের থেকে আমাদের হাসপাতাল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।

    পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মেড়তলার বাসিন্দা সমর ঘোষ বলেন, অসুস্থ একজনকে দেখতে হাসপাতাল এসেছিলাম। হাসপাতালের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু বাইরে ড্রেনগুলি অপরিষ্কার রয়েছে। মশার উপদ্রব রয়েছে। ২-১ দিন অন্তর কীটনাশক স্প্রে করলে ভালো হয়। মানুষকেও সচেতন হতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে মাইকিং করে সকলকে সচেতন করতে হবে। নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার কথা স্মরণ করাতে হবে। 

    নবদ্বীপ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সদস্য তথা পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল চত্বর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে হাসপাতালে অনেক ড্রেন ঢাকা নেই। সেগুলি ঢাকা দেওয়ার চেষ্টা করা হবে। হাসপাতালের নর্দমা প্রতিদিনই পরিস্কার করা হয়।  সেগুলি গুরুত্ব সহকারে দেখা হবে।

    প্রসঙ্গত, এই হাসপাতালের উপর শুধু নবদ্বীপ নয়, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকেও রোগী চিকিৎসা করাতে আসেন। ১২৫ শয্যা বিশিষ্ট নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। প্রতিদিন গড়ে প্রায় ১৮০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। 
  • Link to this news (বর্তমান)