• লিফ্টের খোলা গেট দিয়ে পা বাড়াতেই সোজা নীচে পড়ে গুরুতর জখম বৃদ্ধা
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: চারতলা থেকে নীচে নামার জন্য লিফ্টের কাছে যেতেই দেখেন কোলাপসিবল গেট খোলা। অভ্যাস মতো পা বাড়াতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। একেবারে নীচে পড়ে যান বৃদ্ধা। এরই মধ্যে ওঠানামা করে লিফ্ট। পরে বৃদ্ধার বাঁচাও বাঁচাও আওয়াজ শুনে  প্রায় ৪৫ মিনিট পর বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের মুরারি দত্ত গলির একটি বহুতলে। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেলে ভর্তি করা হয়েছে। লিফ্টের যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনার তদন্তে আসে পুলিশ। 

    বছর পঁয়ষট্টির জখম বৃদ্ধার নাম নাধু লেট। বাড়ি রামপুরহাট থানার বড়শাল গ্রামে। তিনি পেশায় দুধ বিক্রেতা। প্রতিদিনের মতো এদিন মুরারি দত্ত গলির একটি বহুতলের চারতলায় এক আবসিকের ফ্ল্যাটে দুধ দিতে এসেছিলেন। নামার সময় তিনি দেখেন লিফ্টের কোলাপসিবল গেট খোলা। তিনি পা বাড়িয়ে দেন। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। চারতলা থেকে লিফ্টের বেসমেন্টে পড়ে যান তিনি। এর ম঩ধ্যে লিফ্ট ওঠানামা করেছে। পরে বৃদ্ধার বাঁচাও বাঁচাও আওয়াজ শুনে পুরো আবাসনের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়। টর্চ, মোবাইল জ্বেলে লিফ্টের ফাঁক দিয়ে আলো ফেলে বৃদ্ধাকে আশ্বস্ত করার প্রয়াস চলে। কিন্তু বৃদ্ধাকে বের করার উপায় খুঁজে পাচ্ছিলেন না আবাসিকরা। এভাবে প্রায় ৪৫ মিনিট বেসমেন্ট পড়ে থাকেন বৃদ্ধা। প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। যদিও এরই মধ্যে লিফ্ট মেরামতের লোকজন এসে ম্যানুয়াল পদ্ধতিতে চেন ঘুরিয়ে লিফ্ট উপরে তোলার পর বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টোটোয় চাপিয়ে রামপুরহাট মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করে। বৃদ্ধার বাঁ হাত ও পা ভেঙে গিয়েছে। মাথা ফেটে গিয়েছে। ডান হাতেও গভীর ক্ষত হয়েছে। বৃদ্ধা জানান, চারতলায় লিফ্টের গেট খোলা ছিল। পা দিতেই নীচে পড়ে যান। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পড়েও ওঠানামা করেছে লিফট। ওই বৃদ্ধা বেসমেন্টে পড়ে গিয়ে কোনওভাবে বসে পড়ায় লিফ্ট বৃদ্ধাকে পিষে দিতে পারেনি। লিফ্টের সেফটি সিস্টেমের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। বহুতলের আবাসিক চন্দ্রনাথ দত্ত বলেন, লিফ্ট যেমন থাকে, তেমনই রয়েছে। ওই বৃদ্ধা নীচে কী করে পড়ে গেলেন সেটাই ভাবছি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য বহুতলের আবাসিকরাও। -নিজস্ব
  • Link to this news (বর্তমান)