• শুনানিতে বেশি সংখ্যায় ভোটার ডাক পাচ্ছেন বাঁকুড়া বিধানসভা থেকেই
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এসআইআরে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছিল বাঁকুড়া বিধানসভায়। শুনানিতেও বাঁকুড়া জেলার মধ্যে ওই বিধানসভা থেকেই বেশি সংখ্যায় ভোটারকে ডাকা হচ্ছে। দ্রুত শুনানির কাজ শুরু হয়ে যাবে বলে আধিকারিকরা জানিয়েছেন। ম্যাপিং হয়নি, এমন ভোটারদের কাছে শুনানির নোটিশ পৌঁছে যাবে বলে জেলা নির্বাচন দপ্তরের তরফে জানানো হয়েছে। নির্বাচন দপ্তরের এক আধিকারিক বলেন, জেলার ১২টি বিধানসভা এলাকায় মোট ২৫৯০০ জন ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। তারমধ্যে বাঁকুড়ার বিধানসভার সবচেয়ে বেশি ভোটার শুনানিতে ডাক পাচ্ছেন। ওই বিধানসভা থেকে ৪০৫৬ জন ভোটারকে ডেকে পাঠানো হচ্ছে। শুনানিতে ডাক পাওয়া প্রত্যেক ভোটারের কাছে নোটিশ পৌঁছে যাবে। 

    ওই আধিকারিক আরও বলেন, শুনানিতে ডাক পাওয়া মনেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে, এমন নয়। এসআইআরের ইনিউমারেশন ফর্মে দেওয়া তথ্য সন্দেহজনক মনে হওয়ার কারণেই সংশ্লিষ্ট ভোটারদের ডেকে পাঠানো হচ্ছে। কোন কোন ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে ওই আধিকারিক বলেন, ২০০২ সালের আগেই আঠারো বছর বয়স হয়েছে, অথচ ওই বছরের এসআইআরে নাম ছিল না এমন ভোটারদের আমরা সন্দেহের তালিকাতেই রাখছি। যেসব ভোটার ইনিউমারেশন ফর্মে আগের এসআইআরের সঙ্গে নিজের অথবা বাবা-মা, দাদু-ঠাকুমার কোনও সংযোগ বা লিঙ্ক দেখাতে পারেননি, তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। ইনিউমারেশন ফর্ম অর্ধেক পূরণ করে জমা দেওয়া ভোটারদেরও নথি খতিয়ে দেখা হবে। কমিশন নির্ধারিত নথি দেখিয়ে তাঁরা চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। কারও নথি সন্দেহজনক মনে হলে আমরা সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে লোক পাঠাব। তাঁর প্রতিবেশীদের সঙ্গে প্রশাসন তথা নির্বাচন দপ্তরের প্রতিনিধি কথা বলবেন। তিনি সন্তুষ্ট হলে চূড়ান্ত তালিকায় নাম উঠবে। ডাকার পরে কোনও ভোটার শুনানি প্রক্রিয়া এড়িয়ে গেলে তালিকায় নাম উঠবে না। 

    জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এজেলার শালতোড়ায় ২১৫১, ছাতনায় ১৮৩৩, রানিবাঁধে ২৫৬৮, রাইপুরে ১৬৬৬, তালডাংরায় ১৮৩১, বড়জোড়ায় ২৩৪১, ওন্দায় ২০৪৪, বিষ্ণুপুরে ২৩৬৭, কোতুলপঝুরে ১৩০০, ইন্দাসে ১৩০৩ ও সোনামুখী বিধানসভায় ২৪৪০ জন ভোটার শুনানিতে ডাক পেতে চলেছেন। তাঁরা দ্রুত নোটিশ পেয়ে যাবেন। নিজ নিজ বিএলও-র কাছে নোটিশপ্রাপ্তরা বিস্তারিত জানতে পারবেন। বিডিও অফিসেও তাঁরা যোগাযোগ করতে পারেন।
  • Link to this news (বর্তমান)