জামুরিয়ার সভায় এসআইআর নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের
বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘এসআইআর করে নির্বাচন কমিশন একজন রোহিঙ্গাকেও খুঁজে পায়নি। এসআইআর নিয়ে সমস্যায় পড়েছেন অবাঙালিরা। উত্তর প্রদেশ, বিহার থেকে যেসব গরিব মানুষ আসানসোল, রানিগঞ্জ শিল্পাঞ্চলে এসেছিলেন তাদের নাম বাদ পড়েছে। বিজেপি বলেছিল, এক কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। তাদের দড়ি বেঁধে মায়ানমারে পাঠানো হবে। ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হতে দেখা গেল একজন রোহিঙ্গাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যায় পড়েছেন অবাঙালিরা, আর কিছু বাঙালি যারা বাংলাদেশ থেকে অসহায় অবস্থায় এসেছিলেন।’ শুক্রবার জামুরিয়ায় জনসভায় এই মন্তব্য করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এসআইআর তৃণমূল কংগ্রেসের যে ক্ষতি করতে পারেনি, তা জোরের সঙ্গে জানান মন্ত্রী। প্রকারান্তরে তিনি বুঝিয়ে দেন মানুষের হয়রানির ফল বিজেপি ভোগ করবে। এদিনের জনসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যে শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকও।তিনি বলেন, বিজেপির রাজ্য নেতারা ব্লকে ব্লকে মিটিং কেন, পাড়ায় পাড়ায় মিটিং করলেও পশ্চিম বর্ধমান থেকে একটি আসনও জিততে পারবে না। এরপরই তিনি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পলকে আক্রমণ করে বলেন, ২০২১ সালে আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে উনি জিতেছিলেন। এবার ওখান থেকে বিজেপি আর জিতবে না। সাড়ে চার বছর ওঁকে দেখা যায়নি। এখন ভোটপাখি হয়ে দেখা দিচ্ছেন। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, কয়েকদিন আগে বিজেপি এখানে সভা করে গিয়েছে। বলেছে, তৃণমূল নাকি এখানে ২২ হাজার ভোটে হারবে। তাদের বলে দিতে চাই, বদলে গিয়েছে জামুড়িয়া। ৪৪ বছর পর বামেদের হারিয়ে ২০২১ সালে ঘাসফুল ফুটেছে। লোকসভা নির্বাচনেও আমরা ১২ হাজার ভোটে এগিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জামুড়িয়া বদলে গিয়েছে।
অন্যদিকে এদিন আসানসোলে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রীর বাণিজ্য সম্মেলনকে তীব্র কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, এখন প্রতি নাগরিকের মাথার ওপর পঁচাত্তর হাজার টাকা করে দেনা চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঋণের দায়ে রাজ্য ডুবে আছে বলেও তিনি কটাক্ষ করেন।