• ‘অভয়া’ ক্ষত এখনও টাটকা, পুনর্মিলন উৎসবে সুরাপানের আসর বসাচ্ছে প্রাক্তনীদের সংগঠন!
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • বিশ্বজিৎ দাস, কলকাতা: দেড়-দু’বছরও হয়নি! ২০২৪ সালের ৯ আগস্ট নিজের কলেজেই অভয়াকে ধর্ষণ-খুনের ঘটনার ক্ষত শুকোয়নি এখনও। অথচ যে কলেজের চিকিৎসক ও ছাত্রী ছিলেন অভয়া, সেই আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে মদ্যপানের আসর! শুক্রবার থেকে কলেজে শুরু হয়েছে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান। তৃতীয় দিন অর্থাৎ ২১ ডিসেম্বর সল্টলেক সেক্টর ফাইভ লাগোয়া এক বিনোদন পার্কের লেক সাইডে ব্যাঙ্কোয়েট ভাড়া করে হবে সেই আসর। সন্ধ্যা ৭টার পর থেকে চলবে খানাপিনা। 

    উল্লেখযোগ্য বিষয় হল, এই সুরাপানের আয়োজক আর জি কর-এর প্রাক্তনীদের সংগঠনের অধিকাংশই অভয়ার বিচার চেয়ে পথে নেমেছিলেন। মুণ্ডপাত করেছিলেন সরকারের। অভয়া মামলা এখনও বিচারাধীন। ‘প্রকৃত দোষী’ বা ‘দোষীদের’ এখনও ধরা হয়নি বলেই দাবি করে তাঁদের বড় অংশ। এখনও ন্যায়বিচারের দাবিতে তাঁরা সোচ্চার। অথচ সেই সংগঠনই কীভাবে অভয়া ক্ষত শুকোতে না শুকোতেই সুরাপানের আসর বসাচ্ছে? আয়োজক সংগঠনের অন্যতম সদস্য তথা আর জি কর-এর প্রাক্তন বামপন্থী শিক্ষক চিকিৎসক নেতা ডাঃ পবিত্র গোস্বামী সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন আলোচনায় প্রকা঩শ্যে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন। যদিও তিনি সংগঠকদের কাউকেই খুব একটা পাশে পাননি। অথচ এই সংগঠন ভরে আছে ‘প্রতিবাদী’ বাম নেতাদের নিয়ে। শুক্রবার পবিত্রবাবু বলেন, ‘আমাদের কলেজের মেয়ের সঙ্গে এমন ঘৃণ্য একটা ঘটনা ঘটল। তার এখনও সুষ্ঠু বিচার হয়েছে বলে আমরা মনে করি না। দেড় বছরও হয়নি ঘটনার। এখনও আর জি কর ভরে আছে ওই আন্দোলনের দেওয়াল লিখেনে। কলেজে রয়েছে কেন্দ্রীয় বাহিনি। অথচ সেই কলেজের প্রাক্তনীরা আয়োজন করছে মদ্যপানের আসর? তীব্র ধিক্কার জানাই।’ আর জি কর এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও পুনর্মিলন উৎসব কমিটির সম্পাদক ডাঃ তাপস ফ্রান্সিস বিশ্বাস বলেন, ‘অভয়া নামকরণ আমারই। এই ঘটনার ব্যাপারে আমার সহানুভূতি, সহমর্মিতা, আবেগ নিয়ে কারও জ্ঞান মানব না। মনে রাখতে হবে, শোকেরও সময় আছে। দেড় বছরের কাছাকাছি সময় অনেকটাই। দেখবেন, শাস্ত্রমতে কারও প্রিয়জন বিয়োগেও শোকেরও আনুষ্ঠানিক সময় সুনির্দিষ্ট। বিচার চাইব বলে কি স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারব না? তাছাড়া, আর জি কর চত্বরে তো আমরা সুরাপানের আয়োজন করিনি। করা হয়েছে একটি বিনোদন পার্কে। রাজ্যের বা রাজ্যের বাইরে শিল্পীদের এনে অরোরা, লোবেলিয়ার মতো অনুষ্ঠান হয়ে গেল, নাচ-গান সব হল। সেই আয়োজকদের একাংশও তো আন্দোলনের মুখ ছিল। আমরা করলেই দোষ?’ বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ এবং আর জি কর-এর প্রাক্তনী ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘কোনও শোকই চিরস্থায়ী নয়। জীবনে ফিরতে হয়। সেটাই নিয়ম।’ 

    প্রসঙ্গত, দশকের পর দশক ঩তিনদিন ধরে এই পুনর্মিলন উৎসব হয়ে আসছে আর জি করে। প্রথম দিন গানের দল আসে। দ্বিতীয় দিনে হয় নাটক। তৃতীয় দিন ব্যাঙ্কোয়েট। এরই ফাঁকে চলতে থাকে চিকিৎসা সংক্রান্ত নানা আলোচনা। ব্যতিক্রম ২০২০ এবং ২০২১ সাল—করোনার দু’টি বছর। এই দু’বছর অনুষ্ঠান হয়েছে নম নম করে। অভয়া কাণ্ডের চার মাসের মাথায় হয়েছিল গতবারের অনুষ্ঠান। কিন্তু ব্যাঙ্কোয়েট বা সুরাপান হয়নি। শুক্রবার এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ স্বপন সোরেন সহ বিশিষ্টরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)