• প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সম্মেলনে উঠল বঞ্চনার কথা
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাকাডেমিক বিষয় ছাড়া হাজারো প্রশাসনিক কাজের চাপ। সরকারি প্রকল্প রূপায়ণের দায়ও তাঁদের উপরে। তা সত্ত্বেও বেতনে বাড়তি আর্থিক সুবিধা কার্যত নেই। ফলে, স্কুলে প্রধান শিক্ষক পাওয়া ভবিষ্যতে কঠিন হবে। এমন আশঙ্কাই এখন চর্চায়। প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (এএসএফএমএইচএম)-এর দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম দিনেও এই বিষয়ে আলোচনা হয়। 

    শুক্রবার থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে শুরু হয়েছে এই সম্মেলন। কয়েকহাজার প্রধান শিক্ষক রাজ্যের বিভিন্ন  অংশ থেকে তাতে যোগ দিয়েছেন। তাতেই উঠে এসেছে এই বৈষম্যের ছবি। এমনকি, অনেক সহকারী শিক্ষকের চেয়েও স্কুলের প্রধান শিক্ষকের বেতন কম, এমন নজিরও রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, যেভাবে প্রধান শিক্ষকদের উপরে চাপ বাড়ছে, তার উপরে আর্থিকভাবেও তাঁদের বঞ্চনা করা হচ্ছে, তাতে আগামীদিনে এই পদে প্রার্থী মিলবে কি না সন্দেহ। হয়তো এই কারণেই দীর্ঘদিন ধরে হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রাখা হয়েছে। এদিনের সম্মেলনের উদ্বোধন করেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন আরসিসি ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ অনির্বাণ মুখোপাধ্যায়। সংগঠনের সভাপতি হরিদাস ঘটক স্বাগত ভাষণের পাশাপাশি এএসএফএমএইচএম জার্নালের ষষ্ঠ সংখ্যা প্রকাশ করেন।
  • Link to this news (বর্তমান)