• মদনমোহনতলা স্ট্রিটে বিপজ্জনকভাবে ঝুলছে তারের জটলা, ত্রস্ত এলাকাবাসী
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার রাজবল্লভপাড়া সংলগ্ন মদনমোহন তলা স্ট্রিট সহ আশপাশের এলাকায় বিভিন্ন পোস্ট থেকে বিপজ্জনকভাবে ঝুলছে অজস্র তার। যা নিয়ে স্থানীয় মানুষের অভিযোগের অন্ত নেই। জায়গায় জায়গায় কুণ্ডলী পাকিয়ে রয়েছে তার। কোথাও কোথাও সেই তার ছিঁড়ে মাথার উপর ঝুলছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে তার ঝুলে থাকার কারণে যে কোনও সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অব্যবস্থা দূর করার দাবিতে মুখ খুলছেন বাসিন্দাদের অনেকেই। 

    ভুপেন বোস অ্যাভিনিউয়ের বাসিন্দা সজল দাস বলেন, ‘কুমোরটুলি যাওয়ার জন্য এটি একটি অন্যতম রাস্তা। এই পথ দিয়েই পুজোর মরশুমে বিভিন্ন যানবাহনে অজস্র প্রতিমা নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, ওই এলাকায় একাধিক পুজো মণ্ডপের গেটও তৈরি হয়। সব মিলিয়ে পুজোর সময় এই পথ আরও সংকীর্ণ হয়ে পড়ে। তার উপর জায়গায় জায়গায় এভাবে তারের জটলা বিপদ আরও বাড়াচ্ছে।’ 

    রবীন্দ্র সরণির বাসিন্দা অজয় সাহার বক্তব্য, ‘ঝড়‑বৃষ্টির দিনে পরিস্থিতি সবচেয়ে ভয়ের হয়ে ওঠে। ঝড়ের দাপটে ছড়িয়ে‑ছিটিয়ে থাকা তারের জটলা রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়। পরিস্থিতি বদল না হলে যে কোনওদিন বড় বিপদ ঘটবে।’ এলাকার মানুষজন বলছেন, মদনমোহন তলা স্ট্রিটের ঝুঁকে পড়া পোস্টটি দ্রুত সরিয়ে ফেলা দরকার। সেই সঙ্গে বিপজ্জনকভাবে যেসব তার ঝুলছে, তার একটা পাকাপাকি ব্যবস্থা প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও প্রশাসন বা কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করছে না। কলকাতা পুরসভার সংশ্লিষ্ট ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত খোঁজখবর নেবেন বলে আশ্বাস দেন। বিপজ্জনকভাবে থাকা পোস্টটি সরানোর ব্যবস্থা করবেন বলেও জানান।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)