• মেট্রোর অরেঞ্জ লাইনে চিংড়িঘাটা জট কাটাতে সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর অরেঞ্জ লাইনে চিংড়িঘাটার জট কেটেও কাটছে না! মেট্রো রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে ফের বৈঠকে বসে সমাধানের রাস্তা বের করতে বলেছিল হাইকোর্ট। শুক্রবার রাজ্য জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের আগে চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না। যদিও রাজ্যের এই যুক্তি মানতে নারাজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আদালত বলেছে, জানুয়ারি মাসের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, জানুয়ারিতে কবে মেট্রোর কাজ শুরু করার অনুমতি দেবে রাজ্য, তা স্থির করে জানাতে হবে তাদের। 

    চিংড়িঘাটা জটে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো (অরেঞ্জ লাইন) সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ অসম্পূর্ণ। এই অংশে কাজ শেষ করার জন্য রাস্তা বন্ধ রাখতে হবে। আর তার জন্য ট্রাফিক পুলিশ তথা রাজ্যের ছাড়পত্র প্রয়োজন। সমস্যা সমাধানে একাধিকবার বৈঠকে বসেছিলেন রাজ্য ও আরভিএনএলের প্রতিনিধিরা। কিছু দিন আগেও বৈঠক হয়েছে। তার পরেই রাজ্য জানিয়েছিল, এই মুহূর্তে রাস্তা বন্ধের অনুমতি দেওয়া যাচ্ছে না। জানুয়ারি মাসেও তা সম্ভব নয়। ফেব্রুয়ারির আগে চিংড়িঘাটা মেট্রোর কাজ করা যাবে না। এদিন মামলার শুনানিতে রাজ্যের এই যুক্তি খারিজ করে চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়েছে, রাজ্যকে জানুয়ারিতেই সময় দিতে হবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে জানাতে হবে, জানুয়ারিতে কবে সময় দেওয়া যাবে। হাইকোর্টের এই নির্দেশের পর শীঘ্রই চিংড়িঘাটায় মেট্রোর জট কাটবে বলে আশাবাদী সব পক্ষ। 

    যদিও রাজ্যের যুক্তি ছিল, ব্যস্ত বাইপাসের উপর চিংড়িঘাটা। প্রতিদিন বহু গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তাই বন্ধ রাখলে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। তাতেও তীব্র যানজটের আশঙ্কা থাকবে। সাধারণ মানুষ সমস্যায় পড়বে। এমনকি, অ্যাম্বুলেন্সের যাতায়াতেও সমস্যা হবে। প্রসঙ্গত, এর আগেও চিংড়িঘাটা নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। এবার তাদের যুক্তি খারিজ করে সময় বেঁধে দেওয়া হল।
  • Link to this news (বর্তমান)