বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শনিবার নদিয়ার তাহেরপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন মতুয়া গড়ে একাধিক প্রশাসনিক সভা এবং জনসভা করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও, প্রায় ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।
ইনকিলাব মঞ্চের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যুর পরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। শনিবার হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকপালনের ঘোষণা করেছেন মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
ডিসেম্বরের শহরে ফের পারদ পতন। টানা দু’দিন কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পর, শুক্রবার রাতে নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের পাহাড়ে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বড়দিনের আগে পারদ পতন হলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা ধীরে ধীরে ফিরবে স্বাভাবিকের ঘরে।