• শ্যামৌপ্তির নতুন জার্নি
    বর্তমান | ২০ ডিসেম্বর ২০২৫
  • পূর্বাশা দাস: প্রথম সবকিছুর সঙ্গেই জড়িয়ে থাকে আলাদা অনুভূতি। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিও ব্যতিক্রম নন। ছোটপর্দার বেশ কিছু কাজের পর এবার ওটিটি ডেবিউ তাঁর কাছে এক অনন্য অনুভূতি হয়ে থাকবে বলে জানালেন। ছোটপর্দা দিয়ে শ্যামৌপ্তির অভিনয়ের শুরু। একের পর এক ধারাবাহিক অভিনয়ের সুবাদে ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে। এরপর বেশ কয়েকদিনের বিরতি কাটিয়ে নতুন জার্নি শুরু করলেন নায়িকা। ওটিটি প্ল্যাটফর্মে পথচলার অভিষেক হল তাঁর। শ্যামৌপ্তির প্রথম ওয়েব সিরিজ জি ফাইভের ‘রঙ্কিনী ভবন’। পরিচালক অভ্রজিৎ সেন। শ্যামৌপ্তির কথায়, ‘আমার অভিনয় জীবনে ‘রঙ্কিনী ভবন’ স্পেশাল হয়ে থাকবে। এই সিরিজের মাধ্যমে আমার ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের যাত্রা শুরু হল। এই সিরিজের গল্পে বিভিন্ন বাঁক রয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবেন।’ এই সিরিজে শ্যামৌপ্তির সঙ্গে জুটি বাঁধছেন গৌরব রায়চৌধুরী।

    ধারাবাহিক থেকে বিরতি নিয়ে অন্য ধারার কাজ করতে চেয়েছিলেন শ্যামৌপ্তি। শুধু ছোটপর্দা নয়, শ্যামৌপ্তির লক্ষ্য ওটিটি থেকে বড়পর্দা। সেই লক্ষ্যের পথেই এগিয়ে চলেছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘ছোটপর্দায় কাজ করতে করতে আমি একটা ব্রেক চেয়েছিলাম। কারণ বিভিন্ন মাধ্যমে কাজ করতে চাই। কাজের পরিধি আরও বড় করার ইচ্ছে রয়েছে।’ ইদানীং ছোটপর্দা থেকে অনেকেই বড়পর্দায় অভিনয় করছেন। সেই দলে কী শ্যামৌপ্তিও রয়েছেন? শ্যামৌপ্তির উত্তর, ‘বড়পর্দায় সকলেই অভিনয় করতে চায়। সে স্বপ্ন আমারও রয়েছে। তবে এখনই সেরকম কোনও খবর নেই। তবে বড়পর্দায় কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’

    ২০২৫ সালে প্রথম ওটিটি রিলিজের কারণে এই বছরটিও শ্যামৌপ্তির কাছে ভীষণ স্পেশাল। এই বছরটি তাকে পরিণত হতে শিখিয়েছে। শ্যামৌপ্তি বলেন, ‘এই গোটা বছরে অনেক কিছু শিখলাম। অভিজ্ঞতার ঝুলি আরও কিছুটা পূর্ণ হল। যা আগামীর পাথেয় হবে।’
  • Link to this news (বর্তমান)