• বাংলাদেশে সংবাদপত্রের অফিসে হামলা, নিন্দা আন্তর্জাতিক স্তরেও
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেলি স্টার’-এর কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’। একটি বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গঙ্গোপাধ্যায় জানান, যুবনেতা ওসমান হাদির মৃত্যু ভয়াবহ ঘটনা। শেখ হাসিনা সরকারের পতনের পরে গত অগস্ট থেকে দেশে যে হিংস ছড়িয়ে পড়েছে, তা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে এখনই জরুরি পদক্ষেপ করতে হবে। ফেব্রুয়ারিতে যাতে অবাধ, সুষ্ঠু ভোট হতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে।

    তাঁর সংযোজন, ‘প্রথম আলো, ডেলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার উপর ভয়াবহ আঘাত। সামাজিক মাধ্যম-সহ বিভিন্ন জায়গায় কিছু রাজনৈতিক পক্ষের হিংসতায় উস্কানি এই ধরনের পরিবেশ তৈরি করেছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক এবং সামাজিক কর্মী, শিল্পী, গায়ক-গায়িকাদের ইচ্ছাকৃত ভাবে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।’

    আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার জন্য কর্মরত সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-ও হাদির খুনের দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার কথা বলেছে। পাশাপাশি প্রথম আলো এবং ডেলি স্টারের অফিসে হামলার ঘটনার তদন্ত নিশ্চিত করার কথা তাতে জানানো হয়েছে। উল্লেখ্য, হাদির মৃত্যুর পরে এখনও তপ্ত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয় প্রথম আলো এবং ডেলি স্টারের অফিসে। সেই ঘটনার পরে শুক্রবার এই দুই সংবাদপত্র প্রকাশিত হয়নি।

  • Link to this news (এই সময়)