• শীতহীন শহরেই আসবেন সান্তা? ফের ‘মুড সুইং’ আবহাওয়ার
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৫
  • ডিসেম্বরের শহরে ফের পারদ পতন। টানা দু’দিন কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির সেলসিয়াসের ঘরে থাকার পর, শুক্রবার রাতে নেমেছে ১৬ ডিগ্রিতে সেলসিয়াসে। উত্তরবঙ্গের পাহাড়ে পারদ ঘোরাফেরা করছে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বড়দিনের আগে পারদ পতন হলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে। জমাটি ঠান্ডার আমেজ উপভোগ করতে শীতপ্রেমীদের অপেক্ষা করতে হবে নতুন বছরের জানুয়ারির পর্যন্ত।

    জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে। কুয়াশার জেরে সকালের দিকে যানবাহন চলাচলে কিছুটা সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন শহরের তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হবে না। তবে পশ্চিমের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা উধাও হবে, তাপমাত্রা সামান্য বাড়বে। অন্যদিকে, বড়দিনের ছুটিতে উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে বেশ মনোরম।

    বঙ্গে জাঁকিয়ে শীতের অপেক্ষা চললেও উত্তর ভারতের একাংশ ঢেকেছে কুয়াশার চাদরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে নেপাল পর্যন্ত এবং আরব সাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তর ভারত থেকে আসা ঠান্ডা হাওয়া এ রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। ফলে বড়দিনের সময়ে আবহাওয়া মোটের উপর মনোরম থাকলেও ডিসেম্বরের শেষ দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

  • Link to this news (এই সময়)